সংক্ষিপ্ত সংবাদ
- ২০ ডিসেম্বর ২০২৪, ০০:০৫
নাম পরিবর্তনের দাবি
ইবি সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পলাতক শেখ হাসিনার পরিবারের সদস্যদের নাম সম্বলিত স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। গত বুধবার এ দাবিসহ ১০ দফা দাবিতে ভিসির কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্যসচিব মাসুদ রুমী মিথুন প্রমুখ। এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেছি। শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা কাজ করে যাবো।
বার্ষিক সম্মেলন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়ন পল্লী চিকিৎসক পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার কাশিনগর বাজারের নবাব রেস্টুরেন্টে অপসোনিন ফার্মা লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চিকিৎসক পরিষদের সভাপতি কাজী মো: শাহাজাহান। পরিষদের সভাপতি সালেহ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ, অপসোনিন ফার্মা’র ফেনী রিজোনাল ম্যানেজার মো: মাহবুব আলম। এ সম্মেলনে পল্লী চিকিৎসক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়। কমিটির সভাপতি ঘোষণা করা হয় সালেহ আহম্মেদকে। এ ছাড়া সহসভাপতি আব্দুস সাত্তার, আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী।
গৃহনির্মাণ সামগ্রী বিতরণ
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা
জুলাই-আগস্টের ভয়াবহ বন্যায় ১৩২টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩২ লাখ ৩৯ হাজার টাকার টিন, পিলারসহ বিভিন্ন ধরনের গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করেছে আমেরিকা প্রবাসীরা। যার মধ্যে একেবারে গৃহহীন চার পরিবারকে সম্পূর্ণ গৃহনির্মাণ সামগ্রী দেয়া হয়েছে। গত বুধবার ফেনীর দাগনভূঞার আতাতুর্ক স্কুল মাঠে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম উপকারভোগীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন দাগনভূঞা অ্যাকাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমান।
মেধা বৃত্তি পরীক্ষা
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের ছাতক পৌর প্রশাসকের উদ্যোগে প্রথমবারের মতো মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হথয়েথছে। গত বুধবার ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্রে পৌর শহরের ২২টি বিদ্যালয়ের তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণীর ৪৭১ ছাত্র-ছাত্রী অংশ নেয়। পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া প্রমুখ।
ফ্রি মেডিক্যাল ক্যাম্প
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
বিজয় দিবস উপলক্ষে ক্ষুদ্রঋণ প্রদানকারি সংস্থা আশার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রামগতি উপজেলার জমিদারহাট বাজারসংলগ্ন আশার স্বাস্থ্য কেন্দ্রে এ ক্যাম্পে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান, ডায়াবেটিস পরীক্ষা, কৃমিনাশক ওষুধ বিতরণ এবং ৫-১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। আশার স্বাস্থ্য সেবা কেন্দ্রের ইনচার্জ ডা: রতন গুহের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাঞ্চ সিনিয়র ম্যানেজার আবুল কালাম আজা।
বাছুর বিতরণ
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
হাতিয়া উপজেলার ৩২ জন জেলেকে একটি করে বকনা বাছুর দেয়া হয়েছে। গত বুধবার উপজেলা মৎস্য অফিসের আয়োজনে পরিষদ চত্ত্বরে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, সমবায় কর্মকর্তা মো: আলমগীর ও মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ
সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের সিংড়ায় অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বালুভরা আউকুড়ি মৌজার পল্লী নিবাস, হরিজন পল্লীসহ শহরে বিভিন্ন রাস্তা ও পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে পাঁচ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিথুন কুণ্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আকতারসহ লেডিস ক্লাবের সদস্যরা।
গৌরনদী সেরা
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদন করায় বরিশাল জেলার মধ্যে গৌরনদীকে সেরা উপজেলা হিসেবে নির্বাচিত করা হয়েছে। গত মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সভা শেষে প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গৌরনদীকে সেরা উপজেলা হিসেবে ঘোষণা করেন ও উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খানের হাতে সনদ তুলে দেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।