২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বশেমুরকৃবির সাথে কৃষিবিদ সিড লিমিটেডের চুক্তি ষ গাজীপুর জেলা প্রতিনিধি

-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সাথে কৃষিবিদ সিড লিমিটেডের এক চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিল সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিপত্রে (এলওএ) স্বাক্ষর করেন ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান এবং কৃষিবিদ সিড লিমিটেডের পক্ষে কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. আরআই সরকার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ সিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ মোহাম্মদ তসলিম রেজা, কৃষিবিদ গ্রুপের পরিচালক কৃষিবিদ মো: দেলোয়ার হোসেনসহ অন্য কর্মকর্তারা এবং বশেমুরকৃবির ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো: মশিউল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো: গোলাম রসুল, পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মো: আমজাদ হোসেন, পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী ও রেজিস্ট্রার মো: আবদুল্লাহ্ মৃধা প্রমুখ।


আরো সংবাদ



premium cement