২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পতনে পুঁজিবাজার : ৯৩ শতাংশ বিনিয়োগকারী বিক্রিতে মরিয়া

লেনদেন সাড়ে ৩০০ কোটি টাকার নিচে নেমেছে
-

ইতিবাচক গতি ধরে রাখতে পারছে না দেশের পুঁজিবাজার। শুরুটা ভালো থাকলেও মাঝপথে এসে পতনের কোলে ঢোলে পড়ে বাজার। গতকালও বড় পতনের চিত্র দেশের দুই পুঁজিবাজারে। ফের শেয়ারবাজারে টানা দরপতন দেখা দিয়েছে। গত বুধবার ডিএসইর মূল্যসূচক কিছুটা বাড়লেও দাম কমার তালিকায় নাম লেখায় বেশির ভাগ প্রতিষ্ঠান। আর গতকাল এসে পতনের মাত্রা আরো বেড়ে গেছে। ৭৯.৩৮ শতাংশ কোম্পানি দর পতনের শিকার। ১৪১ কোটি টাকা ডিএসইর লেনদেন কমার সাথে সাথে বাজারমূলধনও ০.৪৭ শতাংশ কমেছে। এদিকে, তালিকাভুক্ত কোম্পানি অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
লেনদেনের ডিএসইর দেয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়েছে ১১৩ কোটি টাকার বেশি। কিন্তু দেড় ঘণ্টার পরিস্থিতি শেষ পর্যন্ত আর থাকেনি। পতন টেনে নিয়ে যায় বাজারকে অস্থিরতায়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৫.৩৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৪৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১.৬৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৩ পয়েন্টে এবং ‘ডিএসই-৩০’ সূচক ০.৫২ পয়েন্ট বেড়ে এক হাজার ৯২৮ পয়েন্টে অবস্থান করে। ওই সময়ে ডিএসইতে ১১৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। তখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫১টির, দর কমেছে ১৩১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানির।
আর লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স বুধবারের চেয়ে সূচক ৪১.৫৫ পয়েন্ট কমে পাঁচ হাজার ১৯৬.৮২ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ১৫.৯৬ পয়েন্ট কমে এক হাজার ৯১১.৯২ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৮.২৮ পয়েন্ট কমে এক হাজার ১৬৩.৯৭ পয়েন্টে নেমে আসে। লেনদেনকৃত ৩৮৮টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৪২টির বা ১০.৮২ শতাংশের, দরপতনে ৩০৮টি বা ৭৯.৩৮ শতাংশ এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৮টি বা ৯.৭৯ শতাংশ কোম্পানির শেয়ার। মোট ৩৮৮টি কো¤পানির ১৪ কোটি ১১ লাখ চার হাজার ৪৩৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যার গতকালের বাজারমূল্য ছিল ৩৩৫ কোটি ১৮ লাখ ৩৭ হাজার ২৩৯ টাকা। এটা বুধবারের তুলনায় ১৪১ কোটি টাকা কম। বুধবার লেনদেন হয়েছিল ৪৭৬ কোটি ৫০ লাখ টাকার। লেনদেনের পতনের কারণে বাজারমূলধন ০.৪৭ শতাংশ কমে এখন ছয় লাখ ৬৩ হাজার ৭০৪ কোটি ৯৭ লাখ টাকায় অবস্থান করছে।

লেনদেন, দরবৃদ্ধি ও পতনের শীর্ষ ১০:
ডিএসইর গতকাল টাকায় লেনদেনের ভিত্তিতে ১০টি কো¤পানি হলো: ওরিয়ন ইনফিউশন, ড্রাগন সোয়েটার, এনআরবি ব্যাংক, অগ্নি সিস্টেম, আরডি ফুড, জেনেক্স ইনফোসিস, ব্র্যাক ব্যাংক, এমারেল্ড অয়েল, ওরিয়ন ফার্মা ও নিউ লাইন। আর দরবৃদ্ধির শীর্ষ ১০টি কো¤পানি হলো: স্টাইল ক্র্যাফট, মুন্নু সিরামিকস, ড্রাগন সোয়েটার, ওরিয়ন ইনফিউশন, ডমিনেজ স্টিল, ইবিএল ফার্স্ট মি. ফা., এইচআর টেক্স, মেঘনা সিমেন্ট, রিলায়েন্স ইন্স্যুরেন্স মি. ফা. ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে, দর পতনে শীর্ষ ১০টি কো¤পানি হলো: নিউ লাইন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., পপুলার লাইফ ফার্স্ট মি. ফা., গ্রামীণ ওয়ান স্কিম-২, এবিবি ফার্স্ট মি. ফা., এফবিএফ ইনকাম ফান্ড, আইএফআইসি ফার্স্ট মি. ফা., ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, গ্রিন ডেল্টা মি. ফা ও এলআর গ্লোবাল ফার্স্ট মি. ফা.।
সিএসইতে সূচকের উল্লেখযোগ্য পতন
এ দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবগুলো আবার পয়েন্ট খোয়ানোর পাল্লায় পড়েছে। সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬৪.০১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক কমেছে ৫৩.১২ পয়েন্ট, সিএসসিএক্স কমেছে ৪২.৩০ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া ১৯৩টি কোম্পানির মধ্যে ৩৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২৫টির বা ৬৭.৭৬ শতাংশের এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। ১৯ লোখ ৫৪ হাজার ১০৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে তিন কোটি ৮৪ লাখ ৮৫ হাজার ৬৯০ টাকায়। বুধবার লেনদেন হয় চার কোটি ৯৭ লাখ টাকা। ফলে এক কোটি ১৩ লাখ টাকা লেনদেন কম হয়েছে। বাজারমূলধন এখন সাত লাখ ২১৪ কোটি ৫১ লাখ টাকায়।

জেড থেকে এ’তে ফিরল কনফিডেন্স সিমেন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে বলে ঢাকা স্টকের তথ্য থেকে জানা গেছে। গত ৩০ জুন, ২০২৪ অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ায় ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি। আগামী রোববার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে। তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী সাত কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণসুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।

অ্যাক্টিভ ফাইনের অনিয়ম তদন্তে বিএসইসি
তালিকাভুক্ত অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। তদন্ত কমিটির সদস্যরা হলেন-বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আল মাসুম মৃধা, উপপরিচালক মো: নানু ভূঁইয়া এবং সহকারী পরিচালক এ কে এম ফারুক আলম। কমিটিকে পরবর্তী ৬০ দিনের মধ্যে বিএসইসির কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
প্রাতিষ্ঠানিক পর্যালোচকের অভিমত
গতকালের বাজার নিয়ে রয়্যাল ক্যাপিটাল ফিন্যান্সিয়াল পোর্টাল বলছে, সূচকের দরপতনের মাধ্যমে শেষ হলো সপ্তাহ। ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক (ডিএসইএক্স) নি¤œমুখী ছিল। মূলধন গত দিনের তুলনায় ০.৪৭ শতাংশ হ্রাস পেয়েছে। যেখানে ভলিউম ৩৫ শতাংশ এবং টার্নওভার ৩০ শতাংশ কমেছে। ১৯টি সেক্টরের মধ্যে দু’টি সেক্টরের শেয়ারমূল্য বৃদ্ধি পেয়েছে এবং ১৭টি সেক্টরের শেয়ার মূল্য হ্রাস পেয়েছে। এসএমই বাজারসূচক (ডিএসএমইএক্স) ৯.৬৫ পয়েন্ট কমে এক হাজার ৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১১.৭ কোটি টাকা, যা গত দিনের তুলনায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

 

 


আরো সংবাদ



premium cement