ঘুরে দাঁড়াতেই লেনদেন ৫০০ কোটি টাকায়
- বিশেষ সংবাদদাতা
- ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
- কেনার চাপ ৭৭ শতাংশ বিক্রেতা ২৩
- ৯ কার্যদিবস পর লেনদেন ৫০০ কোটি টাকার বেশি
পতনের জাল থেকে অবশেষে পুঁজিবাজার বের হলো। বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধিতে ডিএসইর লেনদেন পাঁচ শ’ কোটি টাকার ঘরে প্রবেশ করেছে। তবে চট্টগ্রাম স্টকে ছিল মিশ্রভাব। বাজার ইতিবাচক পথে ফেরায় কেনার চাপে ছিল পুঁজিবাজার। ৭৭ শতাংশ কেনার চাপের বিপরীতে বিক্রেতা ছিল মাত্র ২৩ শতাংশ। চাহিদা বাড়াতে দর বেড়ে যায়। ফলে ৫৯.৯৪ শতাংশ কোম্পানি দরবৃদ্ধিতে চলে আসে। ফলে দৈনিক লেনদেন ২৬ শতাংশ বা ১০৩ কোটি টাকা বৃদ্ধির পাশাপাশি বাজারমূলধন ০.৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে ৯ কার্যদিবস পর ডিএসইতে ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
লেনদেনের তথ্য থেকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে দিনের লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩৪.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করে পাঁচ হাজার ২১৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৭.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় এক হাজার ১৭৩ পয়েন্টে এবং ‘ডিএসই-৩০’ সূচক ১০.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করে এক হাজার ৯২১ পয়েন্টে। ওই সময় ডিএসইতে ১৯৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৩টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি। কিন্তু শেষ ঘণ্টার লেনদেনে দাম বাড়ার তালিকা থেকে কিছু প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসে। ফলে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কমে। অবশ্য এরপরও দাম বাড়ার তালিকায় বেশির ভাগ প্রতিষ্ঠান থেকেই দিনের লেনদেন শেষ হয়েছে।
দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স রোববারের তুলনায় ১৬.৮৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২০১.৯৩ পয়েন্টে উঠে এসেছে। আর শরিয়াহ্ সূচক ২.৪৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৮.৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৪৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৯১৩.৫১ পয়েন্টে উঠে এসেছে। সবকটি মূল্যসূচক বৃদ্ধির পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। একুশ কোটি ২৪ লাখ ২৮ হাজার ৩৯১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে পাঁচ শ’ কোটি ২৩ লাখ ৯৮ হাজার টাকায়। গত রোববার লেনদেন হয় ৩৯৭ কোটি ৩২ লাখ টাকার। ফলে লেনদেন বেড়েছে ১০৩ কোটি টাকা।
দরবৃদ্ধি ও পতনে শীর্ষ ১০: ডিএসইতে গতকাল সবচেয়ে বেশিদর বেড়েছে সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেডের। কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা ১০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার। আর প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৮৫ শতাংশ। ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৯১ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এছাড়া, শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ড্রাগন সোয়েটারের ৯.৮৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯.৭৪ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৯.৭০ শতাংশ, এম.এল. ডাইংয়ের ৯.৬৩ শতাংশ, দেশ গার্মেন্টসের ৯.৫২ শতাংশ, বিডি থাই ফুডের ৭.২৩ শতাংশ এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫.৯৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।
আর সবচেয়ে বেশি দর কমেছে শামপুর সুগার মিলস লিমিটেডের। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১০ টাকা ৫০ পয়সা ৯.০৪ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার। ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর কমেছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৮.১০ শতাংশ। আর ৭০ পয়সা বা ৭.২১ শতাংশ দর কমেছে নিউলাইন ক্লোথিংস লিমিটেডের। এ ছাড়া, অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিব্রা ইনফিউশনসের ৬.৩২ শতাংশ, মুন্নু অ্যাগ্রোর ৫.৪৮ শতাংশ, জুট স্পিনার্সের ৫.২৩ শতাংশ, এমারেল্ড অয়েলের ৪.৩৪ ডরিন পাওয়ারের ৩.৭৮ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৩.৪৩ শতাংশ এবং নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের শেয়ারদর ৩.৪০ শতাংশ কমেছে।
ব্লক মার্কেটে লেনদেনের পতন : আর ডিএসইর ব্লক মার্কেটে ২০টি কোম্পানির আঠারো লাখ ৪১ হাজার ১২৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড মোট আট কোটি ৯৯ লাখ ৫১ হাজার টাকায় লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- ট্রাস্ট ব্যাংক, ফাইন ফুডস, একমি ল্যাবরেটরিজ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সোনালি লাইফ ইন্স্যুরেন্স এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ছয় কোটি ৭৭ লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ট্রাস্ট ব্যাংকের। ব্যাংকটির এক কোটি ৪০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ফাইন ফুডসের এক কোটি ৩৬ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর এক কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে একমি ল্যাবরেটরিজ। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্স্যুরেন্সের এক কোটি ছয় লাখ টাকা, সোনালি লাইফ ইন্স্যুরেন্সের ৯২ লাখ ৪৫ হাজার টাকা এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে মিশ্রভাব : চট্টগ্রাম স্টক মার্কেটে গতকাল লেনদেনে মিশ্রভাব ছিল। সিএসই-৩০ সূচক পয়েন্ট হারালেও বাকি সূচকগুলো পয়েন্ট পেয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩.৯১ পয়েন্ট বেড়ে এখন ১৪ হাজার ৫৫৮.৭০ পয়েন্টে, সিএসসিএক্স ১০.৯৪ পয়েন্ট বেড়ে এখন আট হাজার ৮৫৭.১৯ পয়েন্ট অবস্থান করছে। সিএসইতে আটাশ লাখ এক হাজার ১৩৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ছয় কোটি ৫১ লাখ ২১ হাজার ৪৮২ টাকা বাজারমূল্যে। যা গত রোববারের তুলনায় কম। ওই দিন লেনদেন হয় পাঁচ কোটি ৮৪ লাখ টাকার। সিএসইতে লেনদেন হওয়া ২২৩ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৩টির, কমেছে ৭৪টির এবং দর পরিবর্তন হয়নি ৩৬টির।
এমারন্ড ওয়েলের অস্বাভাবিক দর বৃদ্ধি: আর তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে।
একমি ল্যাবের ২ লাখ শেয়ার বিক্রি হবে: এদিকে তালিকাভুক্ত একমি ল্যাবরেটরিজের পারভিন আক্তার খানম নামের এক উদ্যোক্তা দুই লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন বলে ডিএসই তথ্য প্রকাশ করেছে। কোম্পানির উদ্যোক্তা পারভিন আক্তার খানমের কাছে ৬৫ লাখ ১৯ হাজার ১৫৮টি শেয়ার রয়েছে। এখান থেকে এই উদ্যোক্তা দুই লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা