২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

-

সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে দেড় কোটি টাকার চোরাচালানীর মালামাল জব্দ করেছে বিজিবি। ২৫ ও ২৬ নভেম্বর সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে চিনি শীতবস্ত্রসহ বিভিন্ন ধরনের সামগ্রী জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় দেড় কোটি টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ সিলেট ও সুনামগঞ্জ জেলার ছাতক-দোয়ারাবাজার এলাকার সোনালী চেলা, তামাবিল, সংগ্রাম, শ্রীপুর, সোনারহাট, প্রতাপপুর, মিনাটিলা, কালাসাদেক, পাথরকোয়ারী ও বাংলাবাজার সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল দল আলাদা অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ চিনি, সানগ্লাস, শীতের কম্বল ও মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও সুপারিসহ চোরাচালানীর মালামাল বহনকারী ট্রাক, ইজিবাইক ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে বিজিবির টহল দল। জব্দকৃত পণ্যের বাজার মূল্য- ১,৪৮,১৩,১০০.০০ (এক কোটি আটচল্লিশ লাখ তেরো হাজার একশত) টাকা।
সিলেট ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল