২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রথম ৩ টেসলা এমআরআই মেশিন উদ্বোধন এপিক হেলথ কেয়ারে

-

স্বাস্থ্য সেবায় এপিক হেলথ কেয়ার সবসময় একধাপ এগিয়ে, এটি বন্দরনগরীর সর্বপ্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত ল্যাব গাইডলাইন আইএসও ১৫১৮৯ অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত ল্যাব। এপিকে আজকে নতুন সংযুক্ত হয়েছে জার্মানি সিমেন্সের ৩ টেসলা এম আর আই।
মেশিনটির বিশেষত্ব বাংলাদেশে সর্বপ্রথম ডিম রিসলভ টেকনোলজি সম্মিলিত জার্মানির ৩ টেসলা এমআরআই কৃত্তিম বুদ্ধিমত্তা সম্বলিত, এর বায়োমেট্রিক্স প্রযুক্তি শিশু থেকে বৃদ্ধ রোগীর নড়াচড়াতেও সঠিক ডাটা এবং ছবি নিতে পারে, যা চিকিৎসকদের জন্য রোগ নির্ণয়ে আরো সহায়ক এবং সময় সাশ্রয় করবে।
চট্টগ্রামের প্রখ্যাত নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা: প্রদীপ কুমার কায়স্তগীর বলেন, ‘নতুন মেশিনের সুবিধাগুলো চমৎকার, আশা করছি এটা রোগীদের সেবা প্রদান অধিকতর সহজ করবে’।
এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির বলেন,‘আমাদের লক্ষ্য হচ্ছে রোগীদের স্বাস্থ্য সেবা প্রদানে সর্বোত্তম প্রযুক্তি তথা সেবা নিশ্চিত করা, এটা আমাদের দায়বদ্ধতা।’
বাংলাদেশের চিকিৎসা খাতের উন্নয়নে এপিক হেলথ কেয়ারের নিত্যনতুন প্রযুক্তি সংযোজনের পদক্ষেপ একটি চলমান প্রক্রিয়া। এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা: জহুরুল হক ভূঁইয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement