উজিরপুরের তারিকুলের নর্থ ক্যারোলাইনার বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান
- উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
- ২২ নভেম্বর ২০২৪, ০০:০৫
বরিশালের উজিরপুরের কৃতী সন্তান ডক্টর তারিকুল ইসলাম সজিব আমেরিকার নার্থ ক্যারোলাইনার বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেছেন। উপজেলার শিকারপুর ইউনিয়নের অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার বাংলাদেশ জুট কর্পোরেশনের আবুল হাসান মৃধা ও হামিদা হাসানের ছোট ছেলে সজিব। তিনি উজিরপুর প্রেস ক্লাবের প্রাক্তন সহ-সভাপতি ও বর্তমান মহিলা ও শিশু বিষয়ক অধিদফতর এ কর্মরত সহিদুল ইসলাম নয়ন মৃধার ছোট ভাই। তিনি ডেনমার্ক এর কোপেনহেগেন ইউনিভার্সিটির প্লান্ট অ্যান্ড এনভায়রনটাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তার গবেষণার বিষয় ছিল বেইজিং চীনে পৃষ্ঠ নির্দিষ্ট শহুরে প্রবাহে দূষণকারী।
কোপেনহেগেন ইউনিভার্সিটির প্লাণ্ট অ্যান্ড এনভায়রনটাল সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর পিটার এঙ্গেলল্ড হোলম (পিএইচডি) প্রফেসর হ্যান্স ক্রিশ্চিয়ান ব্রুন হ্যানসেন (পিএইচডি) ও ইনস্টিটউট অব জিওগ্রাফিক সাইন্স অ্যান্ড ন্যাচারাল রিসরসেস, চাইনিজ একাডেমি অব সায়েন্সেস, বেইজিং, চীন এর প্রফেসর লিয়ান তাও এর তত্ত্বাবধানে তার গবেষণাকর্ম সুসম্পন্ন করেন। পিএইচডি গবেষণা থেকে ইতোমধ্যেই একাধিক প্রবন্ধ সর্বাধিক নামী আন্তর্জাতিক গবেষণামূলক জার্নালে প্রকাশিত হয়েছে।
ডক্টর তারিকুল ইতোপূর্বে ডেনমার্ক সরকারের বৃত্তি নিয়ে ডেনমার্কের অরহুস বিশ্ববিদ্যালয় থেকে গবেষণায় সর্বোচ্চ গ্রেড নিয়ে
এগ্রো-এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এ এমএসসি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক গবেষণামূলক জার্নালে ও কনফেরেন্সসহ তার ১২টিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে তিনি বাংলাদেশ এর বড় বড় শহরের পরিবেশ দূষণ নিয়ে গবেষণা করতে আগ্রহী।