২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিআইইউয়ের নতুন রেজিস্ট্রার ড. মো: সোহেল আল বেরুনী

-

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে শিক্ষাবিদ ড. মো: সোহেল আল বেরুনী যোগদান করেছেন। তিনি ২০০৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও পরিচালকসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্র্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন । এছাড়া তিনি ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (আইবিএআইটি) ও ইনস্টিটিউট অব সায়েন্স ট্্েরড টেকনোলজির (আইএসটিটি) প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
ড. আল বেরুনী ২০০৩ সাল থেকে ঈশ্বরদী কম্পিউটার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি ভোকেশনাল স্কুল, কলেজ, নার্সিং ইনস্টিটিউটসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন যার মাধ্যমে দেশে সুনামের সাথে শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রখ্যাত শিক্ষাবিদ ড. মো: সোহেল আল বেরুনী ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও ২০০৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। এর পূর্বে তিনি এমবিএ ও দু’টি বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement