মেঘনা ব্যাংক ও হাতিম ফার্নিচারের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি
- ২১ নভেম্বর ২০২৪, ০০:৫৮
মেঘনা ব্যাংক পিএলসি সম্প্রতি হাতিম ফার্নিচারের সাথে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকের প্রধান কার্যালয়ে বাজারে স্টাইলিশ এবং নানা ধরনের বৈচিত্র্যপূর্ণ ফার্নিচার কেনার জন্য একটি সুপরিচিত ব্র্যান্ড হিসেবে হাতিম ফার্নিচার ব্যাপকভাবে সমাদৃত। আর এই চুক্তির অধীনে এখন থেকে মেঘনা ব্যাংকের সব কার্ডধারী এবং কর্মকর্তারা হাতিম ফার্নিচারের সব আউটলেট থেকে স্মার্টপে (0% EMI) সুবিধা উপভোগ করতে পারবেন।
এ উপলক্ষে গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: ছাদেকুর রহমান এবং হাতিম ফার্নিচারের চেয়ারম্যান আলী আজগর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী আহ্সান খলিল, হেড অব কার্ডস (ইনচার্জ) জনাব মোকছেদুর রহমান, হাতিম ফার্নিচারের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোর্শেদ আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা