সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য ৩টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক
- ১৫ নভেম্বর ২০২৪, ০০:০৫
শাহ্জালাল ইসলামী ব্যাংক ২০২৩ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য ঝড়ঁঃয অংরধহ ঋবফবৎধঃরড়হ ড়ভ অপপড়ঁহঃধহঃং (ঝঅঋঅ) থেকে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ঝঅঅজঈ অহহরাবৎংধৎু অধিৎফ ভড়ৎ ঈড়ৎঢ়ড়ৎধঃব এড়াবৎহধহপব ক্যাটাগরিতে ১ম পুরস্কার চৎরাধঃব ঝবপঃড়ৎ ইধহশং ক্যাটাগরিতে ২য় পুরস্কার (ঝরষাবৎ অধিৎফ) এবং ওহঃবমৎধঃবফ জবঢ়ড়ৎঃরহম ক্যাটাগরিতে ঈবৎঃরভরপধঃব ড়ভ গবৎরঃ অর্জন করেছে। গত ১১ নভেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আয়োজিত এক অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম এবং ব্যাংকের সিএফও মো: জাফর ছাদেক, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. পি. নন্দলাল বীরাসিংহের কাছ থেকে এসব পুরস্কার গ্রহণ করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা