চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকে মানসম্মত প্রতিষ্ঠানে পরিণত করা হবে : প্রোভিসি
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)
- ১১ নভেম্বর ২০২৪, ০০:০০
প্রোভিসি (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেছেন, চবি কেন্দ্রীয় গ্রন্থাগার ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকে মানসম্মত প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া তার অন্যতম প্রধান লক্ষ্য। গতকাল বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের পাঠোন্নয়নে শিক্ষক-অভিভাবক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদেরকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। বিগত সময়ে শিক্ষার্থীদের অভিভাবকরা স্কুলের শৃঙ্খলা রক্ষা করতে উদাসীন ছিলেন।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুন্দর পরিবেশের জন্য চারটি অর্গান খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো হচ্ছে- শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সামাজিক পরিবেশ। এ সময় তিনি সন্তানদের জন্য ব্যাংকে টাকা না জমিয়ে তাদেরকে মানুষের মতো আদর্শ মানুষ হিসেবে তৈরি করার জন্য অভিভাবকদের পরামর্শ দেন।
প্রোভিসি বলেন, কোনো শিক্ষার্থী এ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। নিরপেক্ষতার সাথে সৎ, যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগের মাধ্যমে এ প্রতিষ্ঠানের গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।
অনুষ্ঠানে চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: আতিয়ার রহমান বলেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুড়িয়ে দেয়াই যথেষ্ট। একজন সফল স্টুডেন্ট তৈরি করতে চাইলে সফল গল্প তৈরি করতে হবে। তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবার ইতিবাচক মানসিকতা ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
প্রফেসর ড. মো: কোরবান আলী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি জাতিকে উন্নতি ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তিনি শিক্ষার্থীদেরকে নিজেদের সন্তান হিসেবে মনে করে তাদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে পড়ালেখায় মনোযোগী করে আদর্শ ও মানবিক মানুষ হিসেবে তৈরি করার পরামর্শ দেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা