কাজী ফার্মস সিন্ডিকেটবাজির সাথে জড়িত নয়
- কক্সবাজার অফিস
- ১০ নভেম্বর ২০২৪, ০২:৩৫
কক্সবাজারে কাজী ফার্মসের ২৮তম এজেন্ট সম্মেলন বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। আজ শনিবার শহরের কলাতলীত অভিজাত হোটেল সি প্যালেসের বলরুমে দিনব্যাপী এ সম্মেলনে কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান সভাপতিত্ব করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. রেয়াজুল হক।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক (সম্প্রসারণ) ও সমন্বয়ক ড. বেগম শামসুন্নাহার আহমদ, পরিচালক (হিসাব ও বাজেট) ড. এ বি এম সাইফুজ্জামান, মৎস্য অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের প্রান্তিক জনসাধারণ ডিমের ওপর নির্ভরশীল। তাই দেশে ডিমের দাম বাড়ুক তা আমরা চাই না।
সভাপতির বক্তব্যে কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান বলেন, প্রতিষ্ঠার ২৮ বছরে কাজী ফার্মস শূন্য থেকে আজকের অবস্থানে এসেছে। তাই এ প্রতিষ্ঠান কোনো সিন্ডিকেটবাজির সাথে জড়িত নয়। কাজী ফার্মসের সারা দেশের এক হাজার ৬০০ এজেন্ট পরিবারসহ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সম্মেলনে ফিড, মুরগির বাচ্চা, ব্রয়লার ও ডিমসহ বিভিন্ন ক্ষেত্রে সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা