১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
কক্সবাজারে ২৮তম এজেন্ট সম্মেলন সম্পন্ন

কাজী ফার্মস সিন্ডিকেটবাজির সাথে জড়িত নয়

-

কক্সবাজারে কাজী ফার্মসের ২৮তম এজেন্ট সম্মেলন বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। আজ শনিবার শহরের কলাতলীত অভিজাত হোটেল সি প্যালেসের বলরুমে দিনব্যাপী এ সম্মেলনে কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান সভাপতিত্ব করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. রেয়াজুল হক।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক (সম্প্রসারণ) ও সমন্বয়ক ড. বেগম শামসুন্নাহার আহমদ, পরিচালক (হিসাব ও বাজেট) ড. এ বি এম সাইফুজ্জামান, মৎস্য অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের প্রান্তিক জনসাধারণ ডিমের ওপর নির্ভরশীল। তাই দেশে ডিমের দাম বাড়ুক তা আমরা চাই না।
সভাপতির বক্তব্যে কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান বলেন, প্রতিষ্ঠার ২৮ বছরে কাজী ফার্মস শূন্য থেকে আজকের অবস্থানে এসেছে। তাই এ প্রতিষ্ঠান কোনো সিন্ডিকেটবাজির সাথে জড়িত নয়। কাজী ফার্মসের সারা দেশের এক হাজার ৬০০ এজেন্ট পরিবারসহ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সম্মেলনে ফিড, মুরগির বাচ্চা, ব্রয়লার ও ডিমসহ বিভিন্ন ক্ষেত্রে সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়।


আরো সংবাদ



premium cement
এলএনজি টার্মিনালের দরপত্র প্রক্রিয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পেট্রোবাংলা! জোড়া শতকে কিউইদের বিপক্ষে বড় জয় শ্রীলঙ্কার গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড

সকল