নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রাণ ফিরছে বান্দরবানে
- নিজস্ব প্রতিবেদক
- ১০ নভেম্বর ২০২৪, ০২:৩৩
নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রাণ ফিরছে বান্দরবানে। প্রতিদিন বাড়ছে পর্যটকদের সমাগম। এর মধ্যে মেঘলা, নীলাচল ও শৈলপ্রপাতে বেড়াতে আসা পর্যটকরা উপভোগ করছেন সবুজ পাহাড়, নৈসর্গিক প্রকৃতি আর শীতল হাওয়া। অনেকে স্বচ্ছ লেকের পানিতে ভাসছেন। আবার কেউ চড়ছেন পাহাড়ের এপার থেকে ওপারে ঝুলন্ত ক্যাবল কারে। প্রকৃতির অপার সৌন্দর্যকে পাশে রেখে নিজেকে ফ্রেমে বন্দী করছেন অনেকে।
ট্যুরিজম ব্যবসায়ীরা জানান, সব বয়সের পর্যটকরা ঘুরে ঘুরে দেখছেন পর্যটনকেন্দ্রের এপাশ ওপাশ। দূর-দূরান্ত থেকে অনেকে সপরিবার এসেছেন। ভেতরে প্রবেশের জন্য টিকিট কাউন্টারের সামনে ভিড় করছেন সবাই। আগতরা বলছেন, এতদিন বন্ধ থাকায় তারা আসতে পারেনি। তবে এখন পাহাড়ের আবহাওয়া খুব গরম নয়, হালকা ঠাণ্ডা। ফলে খুব ভালো লাগছে।
পর্যটনসংশ্লিষ্টরা জানান, ৬ নভেম্বর সকালে সংবাদ সম্মেলন করে বান্দরবানের পর্যটকদের ভ্রমণের বিধিনিষেধ তুলে নেয় জেলা প্রশাসন। জেলায় ৭৪টি আকর্ষণীয় পর্যটন স্পট রয়েছে এবং ৮০টিরও অধিক হোটেল রিসোর্ট রয়েছে। পর্যটকদের ধারণক্ষমতা রয়েছে আট হাজারের বেশি।
বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন সেক্টরে ছাড় দেয়া হয়েছে। আমরা আশা করছি, পর্যটকরা আসবেন এবং বান্দরবানের সৌন্দর্য উপভোগ করবেন। পর্যটক টানতে আবাসিক হোটেলে ৩৫ শতাংশ, অবকাশ যাপনকেন্দ্রে ২৫ শতাংশ ভাড়া কমানো হয়েছে। খাবারের হোটেলে ১০ শতাংশ মূল্য কম রাখা হবে। পুরো নভেম্বর মাস এই সুবিধা বহাল রাখা হবে।
এ দিকে পার্বত্য জেলায় পর্যটক টানতে জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি, মাহিন্দ্রা গাড়িতে ২০ শতাংশ ছাড় দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা