সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
সহনশীলতা, পুনরুদ্ধার ও নবজাগরণ- এই নতুন মোটো সামনে নিয়ে ব্যাংকের আর্থিক ভিত্তিকে আরো মজবুত করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকে শুরু হয়েছে ‘শক্তিশালী আগামীর পথে, এগিয়ে চলি একসাথে’ শীর্ষক ক্যাম্পেইন। ৩১ অক্টোবর ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, এফসিএমএ। এ সময় উপস্থিত ছিলেন- ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম, পরিচালনা পর্ষদের সদস্য মো: মোরশেদ আলম খন্দকার ও মো: আনোয়ার হোসেন, এফসিএ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মো: নাজমুস সায়াদাতসহ, ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ ও ঢাকায় শাখার ব্যবস্থাপকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, এফসিএমএ বলেন, গত দেড় মাসে এক হাজার ৭৫ কোটি টাকা রিকভারি হয়েছে এবং এই ক্যাম্পেইনকালীন আরো পাঁচ হাজার কোটি টাকার ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ডিপোজিট আহরণেরও যে লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে তা অর্জিত হলে ব্যাংকের তারল্যসঙ্কট কেটে যাবে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা