২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অন্তর্বর্তী সরকারের সময়ের লেনদেনের সর্বনিম্ন রেকর্ড

বাজার মূলধন একদিনে ৫ হাজার ২২৪ কোটি টাকা চলে গেছে
-

দিন যত যাচ্ছে পতনের ধারা ছাড়ছে না পুঁজিবাজারকে। গতকাল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুঁজিবাজারে লেনদেনে সর্বনি¤œ রেকর্ড হলো। লেনদেন কমে ৩৮৯ কোটি টাকায় নেমেছে। বিনিয়োগকারীরা চরম হতাশায়। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ১১ আগস্ট প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেন হয়েছিল দুই হাজার ১০ কোটি টাকা। ওই দিন ডিএসইর সূচক বেড়েছিল ৯১ পয়েন্ট। এরপর বেশ কয়েক দিন টানা হাজার কোটি টাকার বেশি লেনদেনে হয়। তবে ১৮ আগস্ট ডিএসইর লেনদেন নেমে আসে ৪৮০ কোটি ৮৯ লাখ টাকায়। নিয়ন্ত্রক সংস্থায় নতুন চেয়ারম্যানের পদক্ষেপও কোনো ধরনের ইতিবাচক দিকে ফেরাতে পারছে না পুঁজিবাজারকে। বাজারের বেশির ভাগ কোম্পানি পতনের শিকার হচ্ছে। শেয়ার ছেড়ে দেয়া বিক্রির চাপ বেড়ে ৭৯ শতাংশে উন্নীত হয়েছে। কিন্তু সঙ্কট ক্রেতার। যারাও ক্রেতা আছেন সবাই এই সময়ে শেয়ারে বিনিয়োগের ঝুঁকি নিতে সাহস পাচ্ছেন না।
দুই বাজারের দিনের লেনদেনের তথ্যবিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩০ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার হাজার ৬৫৫ পয়েন্টে উন্নীত হয়। একই সময়ে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৮ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে এক হাজার ২৭২ পয়েন্টে আর ‘ডিএসই-৩০’ সূচক ৭ দশমিক ০২ পয়েন্ট বেড়ে দুই হাজার ৬০ পয়েন্টে উঠে আসে। আর ডিএসইতে মোট ১১০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে প্রথম ঘণ্টায়। সে সময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৫টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির। দিন শেষে ইতিবাচক পথে থাকতে পারল না দুই পুঁজিবাজার।

লেনদেন, দর বৃদ্ধি ও পতনে শীর্ষ ১০ কোম্পানি : লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০টি কোম্পানি হলো : ইসলামী ব্যাংক, জিপি, ইবনে সিনা ফার্মা, এসআইবিএল, ব্র্যাক ব্যাংক, সোনালী আঁশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এপেক্স ফুটওয়্যার, এডিএন টেলিকম ও ইউনিক হোটেল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আফতাব অটোমোনাইলস, ডেসকো, গ্রামীণ স্কিম-২ মি.ফা., এডিএন টেলিকম, নাভানা সিএনজি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, জাহিন স্পিনিং, মালেক স্পিনিং ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স। দর পতনে শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : ফনিক্স ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, একমি পেস্টিসাইডস, ফু-ওয়াং ফুড, এমারেল্ড অয়েল, ডরিন পাওয়ার, ফেডারেল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন।
চট্টগ্রামের সব সূচকই পতনের ধারায় : এ দিকে চট্টগ্রাম স্টকের সব সূচক থেকে গতকালও উল্লেখযোগ্য পরিমাণ পয়েন্ট ঝরে গেছে। দুই দিনে সিএএসপিআই হারিয়েছে ১৭৭.৮৩ পয়েন্ট এবং সিএসসিএক্স ১০০.৫৬ পয়েন্ট। গতকাল সিএএমপিআই সূচক ৭১.৬৪ পয়েন্ট, সিএসসিএক্স ৩৭.৪০ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ৪.৭১ পয়েন্ট হারিয়েছে। তবে সিএসই-৩০ সূচকের ৯.৯৭ পয়েন্ট ফিরে এসেছে। লেনদেন হওয়া ২১০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৬১টির, দর পতনে ১২২টি এবং দর অপরিবর্তিত ২৭টি। ২২ লাখ ২৯ হাজার ৩৮২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট পাঁচ কোটি ৮৯ লাখ ৩১ হাজার ৬৬৬ টাকা গতকালের বাজারমূল্যে। তবে লেনদেনে টাকার অঙ্ক সোমবারের তুলনায় কমেছে। সার্বিকভাবে বাজারমূলধন সিএসইতে শুধু গতকালই এক হাজার ৯৩৭ কোটি ৩৪ লাক টাকা কমেছে।
ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালক ৭.৮৭ লাখ শেয়ার কিনবেন : তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্সের এক পরিচালক পৌনে আট লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তার ওয়েবসাইটে তথ্যটি প্রকাশ করেছে। পরিচালক রিফা নানজেবা সাইয়েদ এই কোম্পানির ৭ লাখ ৮৭ হাজার ৯৫৩টি কেনার ঘোষণা দিয়েছেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার কেনা সম্পন্ন করবেন এই পরিচালক।

শেয়ার বেচবেন শাহজালাল ব্যাংকের তোফাজ্জল : আর তালিকাভুক্ত প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। তিনি ১৯ লাখ ৬৪ হাজার ২৭১টি শেয়ার বিক্রি করবেন বলে ঢাকা স্টক একেচেঞ্জ (ডিএসই) তথ্য প্রকাশ করেছে। কোম্পানিটির উদ্যোক্তা তোফাজ্জল হোসেনের হাতে থাকা শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ১ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ২২৫টি শেয়ারের মধ্যে ১৯ লাখ ৬৪ হাজার ২৭১টি শেয়ার বিক্রি করবেন। ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে ঘোষিত শেয়ার আগামী ৩১ অক্টোবার ২০২৪ তারিখের মাঝে বিক্রি সম্পন্ন হবে। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে তোফাজ্জল হোসেনের হাতে থাকা ব্যাংকটির ১ কোটি ৫৬ লাখ ৭৮ হাজার ৯৫৪ শেয়ারের মধ্যে ৭ লাখ ৩৫ হাজার ৭২৯ শেয়ার বিক্রি করেছিলেন।
জেড শ্রেণীতে নামলো আরো ২ কোম্পানি : তালিকাভুক্ত আরো ২ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে বলে ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল থেকে কোম্পানিগুলোর লেনদেন ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন।
কোম্পানিগুলো হলো : ফেডারেল ইন্স্যুরেন্স ও একমি পেস্টিসাইডস। কোম্পানিগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জানা গেছে, সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় এসব কোম্পানিকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই। এর আগে গত ২০ মে এক নির্দেশনা জারি করে বিএসইসি জানায়, তালিকাভুক্ত কোনো কোম্পানি শেষ ডিভিডেন্ড ঘোষণার তারিখ থেকে বা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির তারিখ থেকে পরপর দুই বছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হলে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে।


আরো সংবাদ



premium cement
জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে খালেদা জিয়ার সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিএনপি’ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টা সিলেটে ব্যবসায়ী হত্যায় বাবাসহ ২ ছেলের মৃত্যুদণ্ড ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে নদীতে, নিহত ৩ গাজীপুরে বেক্সিমকো শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ

সকল