মূলধন হারিয়েছে ১০ হাজার কোটি টাকা
সাপ্তাহিক পর্যালোচনা- অর্থনৈতিক প্রতিবেদক
- ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
গত সপ্তাহ অর্থাৎ ২২-২৬ সেপ্টেম্বর পূর্ণ কার্যদিবসে দেশের উভয় পুঁজিবাজারে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। ধারাবাহিকভাবে টাকার অঙ্কে লেনদেন বাড়লেও কমেছে সূচক। এ সময়ে বিনিয়োগকারীরা পুঁজি হারিয়েছে ৯ হাজার ৯৫০ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা বা ১.৪৩ শতাংশ। পাশাপাশি কমেছে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে সূচকের পতনেও উভয় স্টক এক্সচেঞ্জে টাকার অঙ্কে লেনদেন বেড়েছে।
পুঁজিবাজারের সাপ্তাহিক পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬.১৪ পয়েন্ট বা ১.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩৯.১৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহসূচক ডিএসইএস ৪.১৩ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৬১.৯৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪১.৫১ পয়েন্ট বা ১.৯৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪.৯৩ পয়েন্টে।
গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়ে এর মধ্যে দর বেড়েছে ৪০টি, কমেছে ৩৪৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৭টি প্রতিষ্ঠানের।
গত সপ্তাহে ডিএসই’তে ১১২ কোটি ৬৭ লাখ শেয়ার ৯ লাখ ১৬ হাজার ৯২২ বার হাতবদল হয়। টাকার অঙ্কে যার বাজারমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯৬ কোটি ৫৪ লাখ টাকা। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৫২ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৪৪ কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকা বা ৩৮.৫০ শতাংশ।
গত সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ৫৭১ কোটি ৬২ লাখ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ৬২১ কোটি ২৪ লাখ ১০ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৯ হাজার ৯৫০ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা বা ১.৪৩ শতাংশ।
পুঁজিবাজারের ডিএসই এসএমই মার্কেটের , ডিএসএমইএক্স সূচক ১৬.৫৬ পয়েন্ট বা ১.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩১.৩০ পয়েন্টে।
গত সপ্তাহে টাকার অঙ্কে লেনদেন বেশি হওয়া কোম্পানি মধ্যে প্রথমেই ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি, মোট বাজারের ৭.৩৯ শতাংশই ছিল এই প্রতিষ্ঠানের দখলে। এরপর পর্যায়ক্রমে ছিল গ্রামীণফোন ৫.৯৪ শতাংশ, ইসলামী ব্যাংক লি: ৪.৭৭ শতাংশ, সোনালী আঁশ ৩.৩৩ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংক ৩.২০ শতাংশ, ইবনে সিনা ফার্মা. ২.৮১ শতাংশ, লিনডে বাংলাদেশ ২.৬০ শতাংশ, তৌফিকা ফুডস ১.৮২ শতাংশ, অগ্নি সিস্টেমস ১.৭৯ শতাংশ এবং স্কয়ার ফার্মা. ১.৪১ শতাংশ।
গত সপ্তাহের মূল্য বৃদ্ধিতে শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে প্রথম ছিল ইসলামী ব্যাংক পিএলসি, এই কোম্পানি মূল্য বৃদ্ধি পেয়েছে ৩৭.৮৫ শতাংশ, এরপর ধারাবাহিকভাবে ছিল সোস্যাল ইসলামী ব্যাংকের মূল্যবৃদ্ধি পেয়েছে ২০.৪৯ শতাংশ, রহিম টেক্সটাইল ১৯.৫২ শতাংশ, ইসলামিক ফিন্যান্স ১৯.১৭ শতাংশ, গ্রামীণ ওয়ান : স্কিম-২ ১১.৭২ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্স ১১.৭১ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১০.৪৬ শতাংশ, কাটালি টেক্সটাইল ৯.৪১ শতাংশ, মেঘনা কনডেন্স ৭.৮৬ এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের বেড়েছে ৭.৩৮ শতাংশ।
দর হারিয়েছে যথাক্রমে- রেনউইক, ন্যাশনাল টি, নিউ লাইন, ইয়াকিন পলিমার, হামি ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিকস, শাহজি পাওয়ার নর্দান জুট, নাভানা ফার্মা এবং বিডি বিল্ডিং ্সিস্টেমস।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯৮.৬৬ পয়েন্ট বা ২.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯৩.২২ পয়েন্টে। সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১৮৯.০৯ পয়েন্ট বা ১.৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৫৭১.৩৩ পয়েন্টে। অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৬.৮০ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ এবং সিএসআই সূচক ১৩.৫৩ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১৯৩.৬ পয়েন্টে এবং এক হাজার ১৯৩.৬১ পয়েন্টে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ১৬১.০২ পয়েন্ট বা ১.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৮২৩.১৪ পয়েন্টে।
ব্লক মার্কেটে ১০ কোম্পানি প্রায় ৯২ কোটি টাকা লেনদেন : গত সপ্তাহের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১০ কোম্পানি মোট ৯১ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা লেনদেন হয়েছে। লেনদেনকৃত কোম্পানিগুলো হলো- এনভয় টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইস্ক্রিম, বিচ হ্যাচারি, অগ্নী সিস্টেম, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল, ইসলামী ইন্স্্যুরেন্স, বেক্সিমকো এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনভয় টেক্সটাইল। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১৮ কোটি ২১ লাখ ২০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪৩ টাকা ২০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ আলিফ ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯৭ টাকা ৭০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ লাভেলো আইস্ক্রিমের ১২ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৮২ টাকা ৮০ পয়সা।
কমেছে ডিএসই’র পিই রেশিও : গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিই রেশিও (সার্বিক মূল্য আয় অনুপাত) কমেছে। আগের সপ্তাহের তুলনায় ডিএসইর পিই রেশিও ১.৯২ শতাংশ বা দশমিক ০.২১ পয়েন্ট কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে ডিএসইর পিই রেশিও ১০.৭০ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৯১ পয়েন্ট।
খাতভিত্তিক হিসেবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতে ৬.৭ পয়েন্ট, সিমেন্ট খাতে ১৩.২০ পয়েন্ট, সিরামিকস খাতে ১০১.৯ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৩.৪ পয়েন্ট, আর্থিক খাতে ৩৬.১ পয়েন্ট, খাদ্য খাতে ১৫.২ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৯.৭ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১২.৮ পয়েন্ট, আইটি খাতে ১৬.৪ পয়েন্ট, পাট খাতে ১৮.৩ পয়েন্ট, বিবিধ খাতে ২৯.৮ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১৪৭.৪ পয়েন্ট, কাগজ খাতে ৩২.৪ পয়েন্ট, ওষুধ খাতে ১২.৮ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১৪.২ পয়েন্ট, ট্যানারি খাতে ২১.৪ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ১২.৯ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১২.৮ পয়েন্ট ও বস্ত্র খাতে ১৭.৭ পয়েন্টে অবস্থান করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা