২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় সংঘর্ষ, আহত ৫

সংঘর্ষে আহত একজন - ছবি : নয়া দিগন্ত

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- রেদোয়ান আহমেদ, স্বাধীন ও মাশরাফী। তারা পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র। আহতদের পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিন দুপুর আড়াইটায় শিল্পকলা একাডেমিতে পিরোজপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় বসাকে কেন্দ্র করে প্রথমে দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ হয়। এতে ওই আহতের ঘটনা ঘটে।

ছাত্র আন্দোলন পিরোজপুরের অন্যতম সমন্বয়ক আসমা আরা মিতু বলেন, ‘৫ আগস্ট বিজয়ের পর আমাদের মধ্যে ছাত্রলীগের কিছু লোক অনুপ্রবেশ করে। সেই থেকে আমাদের মধ্যে বিভেদ শুরু হয়। ওই ছাত্রলীগই এ হামলার ঘটনা ঘটিয়েছে।’

আরেক নেত্রী জান্নাত রোশনী বলেন, ‘আন্দোলনের সময় এত লোক ছিল না। এখন সুযোগসন্ধানী অনেকে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে।’

কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিষয়টি নিয়ন্ত্রণ হলে পরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সমন্বয়কের মধ্যে মতবিনিময়ন সভায় উপস্থিত ছিলেন আব্দুল মান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি ও এস এ সাঈদ।

এ ব্যাপারে পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরিফুল ইসলাম জানান, ওই মতবিনিময় সভায় ছাত্রদের মধ্যে বসাকে কেন্দ্র করে হাতাহাতি ও মারামারি হয়।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভারতীয় গণমাধ্যম কেন সরব? হামাসের আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা : পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের জামায়াতের সাবেক উপজেলা আমির কাশেম মণ্ডলের পিএইচডি অর্জন আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি চায় ময়মনসিংহ যুক্তরাষ্ট্রে আরো রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ছাত্রশিবিরের নামে নানারকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল’ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান বাড়াতে আইজিপির নির্দেশ নাইকো দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু কেয়া গ্রুপের আরো ২টি কারখানা বন্ধ ঘোষণা গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সহায়তা করবে জার্মানি

সকল