১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভোলায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ভোলায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

ভোলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা আক্তার (৫) ও হালিমা বেগম (৮) নামের দুই বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুরে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাঘমারা গ্রামের শফিক মাতব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু দু’টি মো: শফিক মাতব্বরের মেয়ে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শিশু দু’টির চাচা তানজিল আহমেদ তানহা জানান, বুধবার দুপুর ১টার দিকে বাড়ির সকলের অগোচরে শিশু দু’টি পুকুরে গোসল করতে যায়। স্বজনরা দীর্ঘক্ষণ তাদের না দেখে খুঁজতে শুরু করে। একপর্যায়ে ইয়ানুর নামের এক তরুণী দেখেন যে হাবিবার পায়ের জুতা পুকুরের পানিতে ভাসছে। এরপর পরিবারের লোকজন পানিতে নেমে শিশু দু’টিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মনির মিঞা বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। শিশু দু’টির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement