১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফেসবুক আইডি হ্যাক করে বঙ্গবন্ধু ও ইউএনওকে নিয়ে কটূক্তি, বিপাকে যুবক

- ছবি : নয়া দিগন্ত


আমতলী (বরগুনা) সংবাদদাতা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি হ্যাক করে প্রতারক চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বরগুনার আমতলীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলমকে নিয়ে কটুক্তি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিপাকে পড়েছেন মো: সজল নামে এক যুবক। প্রশাসনের কাছে প্রতারক হ্যাকার চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সজল।

সোমবার (১ জুলাই) ঢাকার তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

জানা গেছে, ২০১৬ সালে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী গ্রামের বারেক মৃধার ছেলে সজল এলএস আতিক হাসান সজল নামের একটি ফেসবুক আইডি খোলেন। গত দেড় বছর আগে ওই আইডি প্রতারক হ্যাকার চক্র হ্যাক করে। এরপর থেকে ওই আইডি স্বজল ব্যবহার করছেন না। কিন্তু গত ২৮ জুন আমতলী নিউজ নামের একটি পেইজে হ্যাকার চক্র ওই আইডি ব্যবহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের নামে কটূক্তি করা হয়। ওই হ্যাকার চক্র সজলকে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি করতেই এমন কাণ্ড ঘটিয়েছে। তবে বর্তমানে ওই আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না।

মো: সজল বলেন, ‘হ্যাকার চক্র গত দেড় বছর আগে আমার (Ls Atik Hasan Sajol) আইডি হ্যাক করে নিয়ে যায়। ওই থেকে আমি ওই আইডি ব্যবহার করছি না। কিন্তু গত ২৮ জুন ওই আইডি ব্যবহার করে আমতলী নিউজ নামের একটি পেইজে আমার ছবি ব্যবহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের নামে কটূক্তি করেছে। আমি এর সম্পর্কে কিছুই জানি না। যারা আমার হ্যাক হওয়া আইডি ব্যবহার করে কটূক্তি করেছে আমি তাদের শাস্তি দাবি করছি।’

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘অভিযোগ পেলে অনুসন্ধান করে হ্যাকারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘সজলকে প্রমাণ করতে হবে যে তিনি ওই আইডি ব্যবহার করছেন না। তাহলে যারা আইডি হ্যাক করে কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement