০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ঝালকাঠিতে বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠিতে বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে আফিয়া আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুলাই) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের খালি থাকা একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখার সাথে ওরনা দিয়ে গলায় ফাঁস দিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ওই শিক্ষার্থী ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর গ্রামের শিক্ষক আমির হোসেনের মেয়ে। মা ঝালকাঠি সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে চাকুরি করেন। তারা ঝালকাঠি সদর উপজেলা কোয়াটারে বসবাস করে।

মেয়েটির পরিবার জানায়, বিদ্যালয়ে কয়েক সহপাঠীদের সাথে সম্পর্কের অবনতি হয় আফিয়া আক্তারের। রুবিনা সারা নামে এক সহপাঠী আফিয়ার নামে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দিয়েছিল। সে বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাকে ও তার অভিযোগকারী সহপাঠীদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছিল। এসব কারণে আফিয়ার মন-মানুসিকতা ভালো ছিল না।

বিদ্যালয়ের শিক্ষক শামসুল আলম জানান, প্রভাতী শাখার ওই শিক্ষার্থী সকালে ক্লাসে আসে। কয়েকটি ক্লাসে অংশও নেয় সে। পরে বিদ্যালয়ের গণেশ ভবনের চতুর্থ তলায় খালি থাকা একটি শ্রেণিকক্ষে গিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাকে খুঁজতে আসা শিক্ষার্থীরা ফ্যানের সাথে ঝুলতে দেখে চিৎকার করলে শিক্ষকরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে ওই শিক্ষার্থী কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement