১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাথরঘাটায় চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

পাথরঘাটায় চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটায় পরিবার পরিকল্পনার কাজে নিয়োজিত পেইড পিয়ার ভলান্টিয়ার কর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পাথরঘাটা প্রথমে শেখ রাসেল স্কয়ারে এবং পরে পাথরঘাটা উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেন।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন গ্রামের দায়িত্বরত ৫৯ নারীকর্মী অংশগ্রহণ করেন।

পেইড পিয়ার ভলান্টিয়ার কর্মী সিক্তা রানীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মিরা রায়, ঝর্না রানী, জাহানারা জেমী ও সানিয়া জাহান লাকসুসহ একাধিক কর্মী। পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খানের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে কর্মীরা বলেন, তারা ২০১৮ সালর এপ্রিল মাসে পাথরঘাটা উপজেলায় পরিবার পরিকল্পনা কাজে পেইড পিয়ার ভলান্টিয়ার কর্মী হিসাবে ৬১ জন নারী কর্মী নিয়োগ পান। পরবর্তীতে দুই কর্মী চাকরির ছেড়ে দেন। তবে তারা ৫৯ জন কর্মী গত সাত বছর ধরে পাথরঘাটার প্রত্যন্ত অঞ্চলে পরিবার পরিকল্পনার কাজ করে আসছেন। তবে তাদের কিছু না জানিয়ে হঠাৎ করে গত ২৩ জুন পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক ডা. ফরিদ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক চিঠিতে ওই ৫৯ জন নারী কর্মীকে চাকরিচ্যুত করা হয়, যা আগামিকাল ৩০ জুন ২০২৪ থেকে কার্যকর হবে।

তারা আরো বলেন, সাত বছর আগে আট হাজার ৫০০ টাকা দিয়ে চাকরি শুরু করে বর্তমানে ১০ হাজার ২০০ টাকা বেতন পাচ্ছেন। এই অল্প টাকা বেতন দিয়েই তাদের পরিবার চলে। এখন আমরা চাকরিচ্যুত হওয়া পরিবারের সদস্যদের মুখে কয়টা ভাত তুলে দেয়াও আর সাধ্য থাকবে না।

পরিবার পরিকল্পনা বরগুনা কার্যালয়েয়র উপ-পরিচালক মাহমুদুল হক বলেন, প্রত্যন্ত অঞ্চল হিসেবে পাথরঘাটায় তাদের ভলান্টিয়ার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল। ওই প্রকল্পের মেয়াদ শেষ হয় তাদের চাকরিও শেষ। তবে ওই ভলান্টিয়ার কর্মীদের কাজ খুবই ভাল ছিল। তবে তাদের পূর্ণবহালের দাবির বিষয়টি এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এখানো আমার কিছু বলার নেই।


আরো সংবাদ



premium cement
শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং ফেনীতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক

সকল