১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাজিরপুরে মোবাইল কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

নাজিরপুরে মোবাইল কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা - প্রতীকী ছবি

পিরোজপুরের নাজিরপুরের মোবাইলফোন কিনে না দেয়ায় শিক্তা বড়াল (১৬) নামের এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিক্তা বড়াল ওই গ্রামের উত্তম বড়ালের মেয়ে ও নাওটানা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি মোবাইল ফোন কিনে দেয়ার জন্য শিক্তা তার মা-বাবার কাছে বায়না ধরে। কিন্তু তারা মোবাইল কিনে দেননি। এ কারণে অভিমান করে শিক্তা ঘরে থাকা কীটনাশক পান করে। শিক্তার বাবা উত্তম বড়াল ঘটনা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান।

উপজেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জিন্নাত তসনিম বলেন, ‘রোগী হাসপাতালে আনার সাথে সাথেই আমরা তার চিকিৎসা শুরু করি, চিকিৎসা চলাকালীন সে মারা যায়।’

নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জিয়াউদ্দিন বলেন, ‘আমরা ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করেছি। নাজিরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে বিষ পানে আত্মহত্যা করেছে।’


আরো সংবাদ



premium cement