উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
- বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
- ০৬ জুন ২০২৪, ২০:২৭, আপডেট: ০৬ জুন ২০২৪, ২০:২৮
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিন স্বাক্ষরিত ১১৩ সদস্যবিশিষ্ট উপজেলা ও ৫৯ সদস্যবিশিষ্ট পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা কমিটিতে হারুন অর রশিদ জোমাদ্দারকে আহ্বায়ক ও নাসির হাওলাদারকে সদস্য সচিব ও জিয়াউল আহসান জুয়েল শিকদারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়। এছাড়া কামরুজ্জামান মিজান মিয়া, জাহাঙ্গীর আলম ভিপি দুলাল, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, আ: শুক্কুর বাচ্চু নেগাবান, মো: রুহুল আমিন জোমাদ্দার, মো: আনোয়ার হোসেন পিকু, মো: মকবুল হোসেন খান, মো: ফরিদুল ইসলাম হাওলাদার, মো: ইসতিয়াক আহমেদ মাসুদ, মো: আবুল হোসেন শিকদার, মো: মোতালেব খান, মো: কাইয়ুম খান, মো: আব্দুল কুদ্দুস মিয়া, মো: ফোরকান চৌধুরী, মো: আব্দুস সালাম মৃধা, মো: অহিদুল ইসলাম স্বপন, অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লাকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
পৌর কমিটিতে নাসির উদ্দীন জোমাদ্দারকে আহ্বায়ক, শাহাবুদ্দিন খান তালুকদার শাহিনকে সদস্য সচিব ও আনিসুর রহমান আলীম জোমাদ্দারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়।
কমিটি ঘোষণা সম্পর্কে বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ আবুল খান বলেন, বিএনপি বাকেরগঞ্জ উপজেলা ও পৌর শাখা কমিটিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে সাবেক বিলুপ্ত আহ্বায়ক কমিটি ও বর্তমান আহ্বায়ক কমিটির নেতাদের সাথে আলাপ আলোচনা করে দলের বৃহত্তর স্বার্থে বাকেরগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা