১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গলাচিপায় সড়ক দুর্ঘটনায় হতাহত ৩

- ছবি : প্রতীকী

বরিশালের গলাচিপায় মালবাহী টমটম উল্টে গিয়ে জিহাদ (১৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরো দু্ই জন।

শুক্রবার রাত ৯টায় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজারে রাজ সিনেমা হল-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাকির খানের ছেলে।

অন্যদিকে, আহতরা হলেন, উলানিয়া এলাকার হালিম মিয়ার ছেলে শাহজাহান এবং দুলাল মিয়ার ছেলে ফয়সাল (১৭)।

জানা গেছে, তিনজন শ্রমিক মালামাল পরিবহনকারী টমটমটি নিয়ে উলানিয়া বাজার থেকে গুরিন্দা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে অন্ধকারে হঠাৎ টমটমটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই জিহাদের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো: তুষার জানান, আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফেরদাউস আলম খান জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement