ইন্দুরকানীতে বেড়িবাঁধ ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
- খান মো: নাসির উদ্দিন, ইন্দুরকানী (পিরোজপুর)
- ২৬ মে ২০২৪, ১৮:৪১
পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূণিঝড় রেমালের আঘাতের আগেই নদীর ঢেউয়ের প্রবল তোড়ে উপকূলীয় রক্ষাবাঁধে (বেড়িবাঁধ ভাঙন দেখা দিয়েছে। উত্তাল কচা নদীর সাঈদখালী এলাকার সাঈদখালী বাজারের পূর্ব পাশের বেড়িবাঁধে এ ভাঙন দেখা দেয়। সম্পূর্ণ বাঁধ ভেঙে গেলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে এলাকাবাসীর ক্ষতির আশঙ্কা রয়েছে।
রোববার বিকেলে সাঈদখালী বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা যায়, এতে আতঙ্কে এলাকাবাসী।
খবর পেয়ে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু বক্কর সিদ্দীকি ও নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী বেড়িবাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। তারা এ সময় এলাকার লোকজনকে আশ্বস্ত করেন এবং নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান।
ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী বলেন, সাঈদকালী এলাকার বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক। যেকোনো সময়ে বাঁধ ভেঙে প্লাবিত পারে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকার মানুষকে রক্ষা করতে এলাকার বেড়িবাঁধ অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা