০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

কুয়াকাটা সৈকতে হারিয়ে যাওয়া পর্যটক উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে হারিয়ে যাওয়া মিঠুন হালদার নামের এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার সন্ধ্যা পরে ঢেউয়ের সাথে তাকে হাবুডুবু খেতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

মিঠুন হালদার পিরোজপুরের নেছারাবাদের আদমকাঠী এলাকার মনেন্দ্র হালদারদের ছেলে।

জানা গেছে, তিনি একা কুয়াকাটায় ঘুরতে এসেছেন।

জিহাদ নামের স্থানীয় এক যুবক বলেন, ‘সৈকতে হাঁটাহাঁটি করছিলাম। এ সময় একটা লোককে দেখতে পাই সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। সাথে সাথে স্থানীয়দের ডেকে তাকে তুলে নিয়ে পুলিশকে খবর দেই। পরে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।’

কুয়াকাটা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মুমশাদ সায়েম পুনম বলেন, ‘কয়েকজন যুবক অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে আমি তাকে প্রাথমিক চিকিৎসা দেই। পরে তার জ্ঞান ফেরে। এখন উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে পাঠানো হয়েছে।’

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপ-পরিদর্শক (এসআই) মো: হাফিজুর রহমান জানান, ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার খোঁজখবর নেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement
রাবিতে ফল প্রকাশের ৭ দিন পরেই পাওয়া যাবে সনদ আমেরিকার এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে! পাবনায় টুকুর জামিন নামঞ্জুর, শিক্ষার্থীদের জুতা ও ডিম নিক্ষেপ হ্যাটট্রিক শিরোপা জয় পিএসজির সৌদিতে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন চালু সাবেক এমপি শিমুল ও তার স্ত্রীর নামে দুর্নীতির মামলা ব্লিঙ্কেনের দ. কোরিয়া সফরকালে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ গজারিয়ায় কলিম উল্লাহ কলেজে নবীনবরণ অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান নোট-গাইড ছাপা বন্ধে ভ্রাম্যমাণ আদালত চালানোর নির্দেশ মনপুরার মেঘনায় অবৈধ ১৬ চাই জাল আটক পাঠ্যপুস্তকে আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল, জড়িতদের অপসারণের দাবি

সকল