০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

কুয়াকাটা সৈকতে হারিয়ে যাওয়া পর্যটক উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে হারিয়ে যাওয়া মিঠুন হালদার নামের এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার সন্ধ্যা পরে ঢেউয়ের সাথে তাকে হাবুডুবু খেতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

মিঠুন হালদার পিরোজপুরের নেছারাবাদের আদমকাঠী এলাকার মনেন্দ্র হালদারদের ছেলে।

জানা গেছে, তিনি একা কুয়াকাটায় ঘুরতে এসেছেন।

জিহাদ নামের স্থানীয় এক যুবক বলেন, ‘সৈকতে হাঁটাহাঁটি করছিলাম। এ সময় একটা লোককে দেখতে পাই সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। সাথে সাথে স্থানীয়দের ডেকে তাকে তুলে নিয়ে পুলিশকে খবর দেই। পরে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।’

কুয়াকাটা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মুমশাদ সায়েম পুনম বলেন, ‘কয়েকজন যুবক অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে আমি তাকে প্রাথমিক চিকিৎসা দেই। পরে তার জ্ঞান ফেরে। এখন উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে পাঠানো হয়েছে।’

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপ-পরিদর্শক (এসআই) মো: হাফিজুর রহমান জানান, ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার খোঁজখবর নেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement