তেঁতুলিয়া নদীর তীরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
- ২০ এপ্রিল ২০২৪, ১৬:৪২
পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীর তীরে (৩২) অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাজির হাট নৌ-পুলিশ।
শনিবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের পাতারচর গ্রামের রাস্তার মাথা নামক নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ সূত্রে যানা যায়, হাজির হাট নৌ পুলিশ ফাঁড়ি জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে নদী পথে ফোর্সসহ ঘটনাস্থলে এসে লাশটি পেছনে দুই হাত বাধাঁ অবস্থায় উদ্ধার এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি।
দশমিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুল ইসলাম মজুমদার বলেন, একজন অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। এখন পর্যন্ত নিহতের নাম অথবা কোনো পরিচয় জানতে পারা যায়নি। তার পড়নে কালো রঙের প্যান্ট ছিল। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে নৌ পুলিশ তদন্ত করবে। পরিচয় শনাক্ত করা না গেলে বেওয়ারিশ হিসেবে লাশ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা