১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা - প্রতীকী ছবি

বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুর আপত্তিকর ভিডিও ভাইরালের সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক নাঈমসহ ১২ ব্যক্তির বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন মিনহাজুল আবেদীন মিঠু।

জানা গেছে, তালতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুর এক তরুনীর সাথে আপত্তিকর ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনা নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরপরই ১৬ এপ্রিল তালতলী ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করে বরগুনা জেলা কমিটি। এতে ক্ষুব্ধ হন ছাত্রলীগ নেতা মিঠু। পরে তিনি ১৮ এপ্রিল বরিশাল সাইবার ট্রাইব্যুনালে তালতলী উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক নাঈমসহ ১২ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আরো জানা গেছে, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তালতলী থানার অফিসার ইনচার্জকে (ওসি) তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও ওই সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তার সুনাম নষ্ট হওয়ার অভিযোগ আনা হয়েছে।

তালতলী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাঈম ইসলাম বলেন, ‘উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ ওই মামলার স্বাক্ষীদের এক তরুণীর সাথে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারে এ ভাইরাল হয়। এ বিষয়ে সংবাদ প্রকাশ না করতে মিঠু আমাকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার প্রস্তাব দেন। কিন্তু আমি তাদের কথা না শুনে সংবাদ প্রকাশ করি, সেই আক্রোশে আমাদের নামে সাইবার আইনে মামলা করেছে।’

ছাত্রলীগে সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু বলেন, ‘আমার মান-সম্মান ক্ষুণ্নু করে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেয়ায় মামলা করেছি।’

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম খাঁন বলেন, ‘মামলার বিষয়ে আমি এখনো কিছু বলতে পারব না। মামলার নথিপত্র পেলে প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
সিরিয়ায় বাশার আল আসাদের বাবার কবরে অগ্নিসংযোগ মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

সকল