০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ঝালকাঠিতে বাসচাপায় ব্যবসায়ী নিহত

ঝালকাঠিতে বাসচাপায় ব্যবসায়ী নিহত - ছবি : নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়ায় বাসের চাপায় আবু তালুকদার (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। এতে তিন-চার ঘণ্টায় শতাধিক যানবাহন ওই সড়কে আটকা পড়ে।

সোমবার সকালে কাঁঠালিয়া-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বান্ধাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তালুকদার উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে। তিনি বান্ধাঘাটা বাজারে মুদি ও মনোহারির ব্যবসায়ী করতেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সকাল ৫টার দিকে আমুয়া যাওয়ার পথে কাঁঠালিয়ার বান্ধাঘাটা বাজার-সংলগ্ন এলাকায় এলে স্থানীয় ব্যাবসায়ী মো: আবু তালুকদারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আবু তালুকদার বাড়ি থেকে তার দোকানে যাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় মাওলানা জালাল আহম্মেদ জানান, ফজরের নামাজ পড়াতে তালুকদার বাড়ি জামে মসজিদে যাওয়ার সময় তিনি আবু তালুকদারকে রাস্তায় পড়ে থাকতে দেখেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে পরে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়।


আরো সংবাদ



premium cement