১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নীলিমা পয়েন্ট থেকে ৪টি হরিণের চামড়া উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটা পৌরশহরের নীলিমা পয়েন্ট থেকে ৪টি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার সকাল ১০টার দিকে কোস্টগার্ড নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাত ১০টার দিকে চামড়াগুলো উদ্ধার করা হয়।

কোস্টগার্ড স্টেশনের লেফটেন্যান্ট সাকিব মেহেবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে নীলিমা পয়েন্ট এলাকায় একটি অভিযান চালিয়ে বস্তা ভর্তি চারটি হরিণের চামড়া পাওয়া যায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে হরিণের চামড়া পরিবহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, চামড়াগুলো পাথরঘাটা বন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement