১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

লালমোহনে পুকুরের ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পুকুরের ডুবে শিশুর মৃত্যু। - প্রতীকী ছবি

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের ডুবে মো: সাব্বির (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

শিশু সাব্বির ওই এলাকার মো: জাফরের ছেলে।

জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলছিল সাব্বির। এ সময় সবজি কাটছিলেন তার মা রুমা বেগম। অনেকক্ষণ উঠানে সাব্বিরকে না দেখে খুঁজতে শুরু করেন তার দাদি। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে তার লাশ ভাসতে দেখেন তিনি।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আরো সংবাদ



premium cement