গলাচিপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
- ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩০
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইছাদি গ্রামে মো: আলিফ নামের দেড় বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গলাচিপা উপজেলার ইছাদি গ্রামে এ ঘটনা ঘটে।
মো: আলিফ গজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো: আলী মাঝির ছোট ছেলে।
জানা গেছে, সকালে বাড়ির অন্য ছেলে মেয়েদের সাথে পুকুর পাড়ে খেলছিল আলিফ। কোনো এক সময় পুকুরের পাড় থেকে সে পানিতে পড়ে যায়। তার মা মানাজু বেগম ছেলেকে না পেয়ে খোঁজাখুজি করেন। পরে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: হাবিবুর রহমান বিশ্বাস ও গলাচিপা থানার এসআই মৃণাল চন্দ্র সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা