৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

বরগুনার বেতাগীতে পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে পানি গ্রামে প্রবেশ করেছে। এ দিকে আশ্রয় কেন্দ্র যাওয়ার সময় উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের দক্ষিণ কালিকাবাড়ি গ্রামের মো: স্বপন মিয়ার ছেলে ইমামুল হোসেন (৩) নামের এক শিশু মায়ের কোল থেকে পড়ে মৃত্যু বরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিষখালী নদীর তীরবর্তী এলাকা দক্ষিণ কালিকাবাড়ি বেড়িবাঁধ ভেঙে পানি গ্রামে প্রবেশ করে। এ সময় দমকা বাতাস বইতে থাকে। আকাশও মেঘাচ্ছন্ন থাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ওই গ্রামের মো: স্বপন মিয়ার শিশু সন্তান মো: ইমামুল হোসেনকে (৩) নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় মায়ের কোল থেকে শিশু পানিতে পড়ে যায়। পরে পানির স্রোত বেশি থাকায় শিশুটি ভেসে যায়। পড়ার এক ঘণ্টা পরে শিশুকে এলাকাবাসী মৃত অবস্থায় উদ্ধার করে।

এ ছাড়া উপজেলার ঝোপখালী, লক্ষ্মীপুরা, মোকামিয়া, বদনীখালী এলাকার পাঁচটি স্থানের বেড়িবাঁধ ভেঙে ২৩টি গ্রাম পানিতে তলিয়ে যায়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সুহৃদ সালেহীন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দেয়ার আশ্বস্ত করেন।

এ ছাড়া ঘূর্ণিঝড়ে আশ্রয় কেন্দ্র আশা দুই শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সুহৃদ সালেহীন বলেন, ‘ইতোমধ্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ঘূর্ণিঝড়ে আশ্রয় নেয়া দুই শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে এবং দক্ষিণ কালিকাবাড়িতে পানিতে পড়ে মৃত্যু শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।


আরো সংবাদ



premium cement
গাজার উত্তর-দক্ষিণাঞ্চলের গভীরে ইসরাইলি ট্যাংক, নিহত ৪২ রাজধানীতে আসছে শীতের প্রচুর সবজি ওপারে রাতভর বোমার বিস্ফোরণ আতঙ্কে নির্ঘুম টেকনাফবাসী সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল আওয়ামী শাসনামলের চেয়ে সংখ্যালঘুরা নিরাপদে আছে সেন্টমার্টিনে বছরে দেড় লাখের বেশি পর্যটক ভ্রমণ করে বিজেপি নির্দিষ্ট একটি ধর্মের প্রতি প্রতিহিংসাপ্রবণ : মমতা চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, সতর্ক ও সচেতন থাকতে হবে : ডা: শফিক ৫২ সেকেন্ডের ভিডিওতে খুনে জড়িতদের চেহারা ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর : আসিফ নজরুল কলকাতায় জাতীয় পতাকা পোড়ানোয় বাংলাদেশের নিন্দা

সকল