ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের হাতে চাচা খুন
- পিরোজপুর সংবাদদাতা
- ২১ ফেব্রুয়ারি ২০২১, ২০:০১
পিরোজপুরের ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হাতে খুন হয়েছেন চাচা মো: ইসমাইল হোসেন চৌকিদার (৫৫)।
জানা গেছে, শনিবার রাতে ইসমাইল হোসেন চৌকিদার ছেলে ফিরোজকে নিয়ে নিজ বাড়ি থেকে দেবীপুর গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। এ সময় তার ভাতিজা মো: সাইফুল চৌকিদার ও মো: শহিদ চৌকিদারের নেতৃত্বে ৭/৮ জন লোক রামচন্দ্রপুর এলাকায় ওঁৎ পেতে থেকে তাদের ওপর অর্তকিত হামলা চালায়। তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা আহতদের ফেলে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী ৯৯৯-এ ফোন দিলে ইন্দুরকানী থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে পিরোজপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মো: ইসমাইল চৌকিদারের মৃত্যু হয়।
চিকিৎসাধীন ফিরোজ জানান, তাদের সাথে জমি নিয়ে চাচাতো ভাইদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।
ইন্দুরকানী থানার ওসি মো: হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।