পটুয়াখালী সৈকতে ভেসে এলো ডলফিন ইরাবতী
- রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা
- ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৩
পৃথিবীজুড়ে বিপন্নপ্রায় প্রজাতির ডলফিন ইরাবতী। দেশের উপকূলীয় সমুদ্রসীমার নোনা পানিতে এদের আবাসস্থল ও বিচরণ। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জাহাজমারা সমুদ্র সৈকতের তীরের বালুচরে ভেসে এসেছে এমন প্রজাতির একটি ডলফিন।
শুক্রবার সকালে দেখা গেছে. জাহাজমারা সৈকতের বালুচরের সৈকতে বিশাল আকৃতির একটি মৃত ডলফিন পড়ে আছে।
স্থানীয় জেলেরা বলছেন, বৃহস্পতিবার বিকেলে জোয়ারে ভেসে এসে বালুচরে আটকা পড়েছে মৃত ডলফিনটি।
জেলেদের জালে আটকা পড়ে তিন থেকে চার দিন আগে ডলফিনটি মারা যেতে পারে বলে মনে করছেন স্থানীয় লোকজন।
জাহাজমারা সংলগ্ন ভূইয়াকান্দা গ্রামের বাসিন্দা মোস্তফা হোসেন বলেন, বৃহস্পতিবার থেকে এটা (ডলফিন) জাহাজমারা পড়ে থাকতে দেখেছি। রাতে শিয়াল-কুকুরে হানাও দিয়েছে মনে হয়।
বিশেষজ্ঞদের মতে, ডলফিনের সব প্রজাতির মধ্যে ইরাবতী গুরুত্বপূর্ণ। প্রজাতিগতভাবে স্তন্যপায়ী হলেও এই প্রজাতির ডলফিনের সাথে মানুষের মিল খুঁজে পাওয়া যায়। এরা নদ-নদী ও সাগরে দল বেঁধে বিচরণ করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে দেখবো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা