১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`

বৈরী আবহাওয়ায় বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ - ছবি : ইউএনবি

বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো: শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া বৈরী আবহাওয়াও বিরাজ করছে। তাই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নৌ বন্দর থেকে ছেড়ে যাওয়া লক্ষ্মীপুরগামী লঞ্চগুলো উত্তাল মেঘনা পাড়ি না দিয়ে আবার বরিশাল নৌ বন্দরে ফিরে এসেছে।

বরিশাল বিভাগীয় আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় এই বিভাগে দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সমুদ্রে স্পষ্ট লঘুচাপে সৃষ্ট নিম্ন চাপের কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে।

আগামী দুদিন এমন অবস্থায় থাকতে পারে বলে তিনি জানান।

মাহফুজুর রহমান বলেন, সমুদ্রে তিন নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোতে দুই নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো: মাসুম জানান, বিভাগের ৪২টি নদীর মধ্যে কোনো নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। তবে সর্বশেষ সকাল ৯টায় দৌলতখান উপজেলার সুরমা ও মেঘনা নদীর পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। যা এই বিভাগে সর্বোচ্চ নদীর পানি।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
ঝিনাইদহে ভাঙচুর মামলায় ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে বেরোবির প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল না করলে কমপ্লিট শাটডাউনের ঘোষণা শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন বিচারপতি আবদুর রউফ সিলেটে আ’লীগের একাধিক নেতাকে জামিন, জেলা বিএনপির হুঁশিয়ারি গাজীপুরে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত বৈষম্যবিরোধী ছাত্ররা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সম্ভাবনা কতটুকু? চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজের সঙ্কট নাম বিকৃতির মনস্তত্ত্ব জুলাই বিপ্লবীদের সম্মান ও নিরাপত্তা ফ্যাসিবাদের জননী পালালেও মুক্তি এখনো আসেনি মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সকল