আমতলীতে ৪১ জন প্রতিবন্ধীকে চিকিৎসা সহায়তার চেক প্রদান
- আমতলী (বরগুনা) সংবাদদাতা
- ০৬ আগস্ট ২০২০, ২১:২৫
বরগুনার আমতলী উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের যৌথ উদ্যোগে নিউরো-ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার (এনডিডি) উপজেলার ৪১ জন প্রতিবন্ধীর মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ ১০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মজিবুর রহমান ও বরগুনা জেলা সমাজসেবা অধিদপ্তররের সহকারী পরিচালক মো: ইউছুফ আলী।
উপজেলা সমাজসেবা অফিসার মো: হেমায়তে উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারমান মো: মোতাহার উদ্দিন মৃধা, আলহাজ্ব এ্যাডভোকেট মো: নুরুল ইসলাম মিয়া, মো: শহিদুল ইসলাম মৃধা, মো: আখতারুজ্জামান খান বাদল, মো: বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, মো: হারুন অর রশিদ, প্যানেল মেয়র মো: হাবিব মীর, দক্ষিন কাঠালিয়া ছাহেরা খাতুন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাহিদুল ইসলাম প্রমুখ।
চেক বিতরণ অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশিল সমাজের নেতৃবৃন্দ, প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা জনপ্রতি ১০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক উপজেলার ৪১ জন প্রতিবন্ধিদের মাঝে বিতরণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা