২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পটুয়াখালীতে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

-

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আউলিয়াপুর এলাকায় ডাকাতির চেষ্টাকালে আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্রসহ গ্রেফতার করেছে পটুয়াখালী ডিবি পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত পৌণে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, মো: ইয়াকুব মৃধা (৪০), মো: রুহুল আমিন (৪২), মো: অসীম ওরফে ওয়াসিম মোল্লাা (৪৫)। এদের বাড়ি পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ ডাকাত দল পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ডাকাতি করার জন্য ওঁৎ পেতে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে তার নির্দেশনা মোতাবেক ডিবি পুলিশের দলটি গতরাত পৌণে ৩টার দিকে মহাসড়কের আউলিয়াপুর নামক স্থানে উপস্থিত হলে কিছু লোক একটি থেমে থাকা ট্রাকের কাছ থেকে দৌড়ে পালানোর চেষ্টাকালে তিন ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করে এবং বাকিরা পালিয়ে যায়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, একটি ছোরা, দুটি চাপাতি, একটি রামদা, একটি দেশী দা, তালা কাটার যন্ত্র ও স্লাইস রেঞ্জ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দল। দেশের বিভিন্ন জেলায় তারা ডাকাতি করে থাকে। গত ১৫ তারিখ খুলনা শহরে একটি দোকানে রাতের আধারে ডাকাতি করেছে মর্মে জানা যায়।

পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত ইয়াকুবের নামে ডিএমপি'র গুলশান থানায় একটি খুনসহ ডাকাতির মামলা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন থানায় তার নামে মোট সাতটি চুরি-ডাকাতির মামলা রয়েছে, যা বর্তমানে বিচারাধীন।


আরো সংবাদ



premium cement
রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান

সকল