২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

পটুয়াখালীতে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

-

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আউলিয়াপুর এলাকায় ডাকাতির চেষ্টাকালে আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্রসহ গ্রেফতার করেছে পটুয়াখালী ডিবি পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত পৌণে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, মো: ইয়াকুব মৃধা (৪০), মো: রুহুল আমিন (৪২), মো: অসীম ওরফে ওয়াসিম মোল্লাা (৪৫)। এদের বাড়ি পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ ডাকাত দল পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ডাকাতি করার জন্য ওঁৎ পেতে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে তার নির্দেশনা মোতাবেক ডিবি পুলিশের দলটি গতরাত পৌণে ৩টার দিকে মহাসড়কের আউলিয়াপুর নামক স্থানে উপস্থিত হলে কিছু লোক একটি থেমে থাকা ট্রাকের কাছ থেকে দৌড়ে পালানোর চেষ্টাকালে তিন ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করে এবং বাকিরা পালিয়ে যায়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, একটি ছোরা, দুটি চাপাতি, একটি রামদা, একটি দেশী দা, তালা কাটার যন্ত্র ও স্লাইস রেঞ্জ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দল। দেশের বিভিন্ন জেলায় তারা ডাকাতি করে থাকে। গত ১৫ তারিখ খুলনা শহরে একটি দোকানে রাতের আধারে ডাকাতি করেছে মর্মে জানা যায়।

পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত ইয়াকুবের নামে ডিএমপি'র গুলশান থানায় একটি খুনসহ ডাকাতির মামলা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন থানায় তার নামে মোট সাতটি চুরি-ডাকাতির মামলা রয়েছে, যা বর্তমানে বিচারাধীন।


আরো সংবাদ



premium cement
শেষরাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসনাত আব্দুল্লাহ দামুড়হুদায় নব দম্পত্তির উপরে ছিনতাইকারীর হামলা, গহনা লুট মৌলিক চাহিদার অন্যতম আবাসন খাতে স্থবিরতা চরমে সিলেট সীমান্তে সোয়া কোটি টাকার পণ্য আটক বিজিবির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মধ্যরাতে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণালঙ্কার ছিনতাই পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা

সকল