পটুয়াখালীতে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
- পটুয়াখালী সংবাদদাতা
- ১৭ জুন ২০২০, ১৪:০২, আপডেট: ১৭ জুন ২০২০, ১৪:০১
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আউলিয়াপুর এলাকায় ডাকাতির চেষ্টাকালে আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্রসহ গ্রেফতার করেছে পটুয়াখালী ডিবি পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত পৌণে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, মো: ইয়াকুব মৃধা (৪০), মো: রুহুল আমিন (৪২), মো: অসীম ওরফে ওয়াসিম মোল্লাা (৪৫)। এদের বাড়ি পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ ডাকাত দল পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ডাকাতি করার জন্য ওঁৎ পেতে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে তার নির্দেশনা মোতাবেক ডিবি পুলিশের দলটি গতরাত পৌণে ৩টার দিকে মহাসড়কের আউলিয়াপুর নামক স্থানে উপস্থিত হলে কিছু লোক একটি থেমে থাকা ট্রাকের কাছ থেকে দৌড়ে পালানোর চেষ্টাকালে তিন ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করে এবং বাকিরা পালিয়ে যায়।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, একটি ছোরা, দুটি চাপাতি, একটি রামদা, একটি দেশী দা, তালা কাটার যন্ত্র ও স্লাইস রেঞ্জ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দল। দেশের বিভিন্ন জেলায় তারা ডাকাতি করে থাকে। গত ১৫ তারিখ খুলনা শহরে একটি দোকানে রাতের আধারে ডাকাতি করেছে মর্মে জানা যায়।
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত ইয়াকুবের নামে ডিএমপি'র গুলশান থানায় একটি খুনসহ ডাকাতির মামলা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন থানায় তার নামে মোট সাতটি চুরি-ডাকাতির মামলা রয়েছে, যা বর্তমানে বিচারাধীন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা