কৃষকের ধান কাটলেন কৃষকলীগের নেতারা
- বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা
- ২৬ এপ্রিল ২০২০, ১২:২৯
রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা। রোববার সকাল ১০টায় উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন প্রকল্প সংলগ্ন মাঠে কৃষকের ধান কাটা কর্মসুচির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের বোরো মৌসুমে ধান কাটা সহযোগিতার বৃহত্তর ফরিদপুরের প্রধান সমন্বয়ক নুরে আলম সিদ্দিকী হক।
এসময় রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার খান, বালিয়াকান্দি উপজেলা কৃষকলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, রাজবাড়ী সদর কৃষকলীগের রাজু আহম্মেদ, মোঃ আলাউদ্দিন, বহরপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৃহত্তর ফরিদপুরের প্রধান সমন্বয়ক নুরে আলম সিদ্দিকী হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার নির্দেশে কৃষক বাঁচাও দেশ বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষকলীগের সভাপতি সমীর চন্দ ও সাধারন সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপির সার্বিক তত্বাবধায়নে কৃষকদের ক্ষেত থেকে ধান ক্রয় করে ঘরে তুলে দেয়া কর্মসুচি হাতে নেয়া হয়েছে। এ কর্মসূচি একযোগে সারা দেশে চলবে। যে কৃষক সমস্যার জন্য হটলাইনে জানাবে কৃষকলীগের নেতাকর্মীরা তার ধান কেটে দিয়ে আসবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা