চুয়াডাঙ্গায় পানি ভেবে এসিড পানে শিশুর মৃত্যু
- চুয়াডাঙ্গা সংবাদদাতা
- ১৯ মার্চ ২০২০, ০৯:৫৬, আপডেট: ১৯ মার্চ ২০২০, ১০:১০
চুয়াডাঙ্গার জীবননগরে পানি ভেবে জুয়েলার্সের দোকানে ব্যবহৃত এসিড পান করে মুজাহিদুল ইসলাম (৪) নামের এক শিশু মারা গেছে। বুধবার সন্ধ্যার পরে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু জীবননগর উপজেলার শুটিয়া গ্রামের তেমাথাপাড়ার ইব্রাহিম খলিলুল্লাহ পিন্টুর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাবামায়ের সাথে জীবননগর উপজেলা মাকের্টের জুলেখা জুয়েলার্সের দোকানে যায় মুজাহিদ। সেখানে তার পানি পিপাসা পেলে জুয়েলার্সের দোকানে থাকা একটি এসিড পানির বোতল খাবার পানি ভেবে খেয়ে ফেলে। এসিড পানি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে ইব্রাহিম ও সোনিয়া বেগম ছেলেকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
এ সময় কতর্ব্যরত চিকিৎসক ডা: মাহাবুবুর রহমান শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা