ঝালমুড়ি বিক্রেতাকে মারতে গিয়ে শ্যালকের হাতে দুলাভাই খুন
- মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
- ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৩
পিরোজপুরের মঠবাড়িয়ায় ঝালমুড়ি বিক্রেতাকে মারতে গিয়ে ভুলক্রমে শ্যালকের লাঠির আঘাতে এক দুলাভাই নিহত হয়েছেন। নিহত দুলাভাইয়ের নাম দেলোয়ার হোসেন (৫০)। অপরদিকে অভিযুক্ত ঘাতক শ্যালকের নাম দুলাল হাওলাদার (৪০)। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষ্মণা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার ওই গ্রামের মৃত ফকির উদ্দিনের ছেলে।
এদিকে এঘটনায় সোমবার সকালে মঠবাড়িয়া পুলিশ অভিযুক্ত শ্যালক দুলাল হাওলাদারকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুলাল একই গ্রামের মৃত ইয়াকুব আলী হাওলাদারের ছেলে।
জানা যায়, রোববার রাতে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার লক্ষ্মণা গ্রামের রাজ্জাক হাওলাদারের বাড়ির সামনে মাহফিল অনুষ্ঠিত হচ্ছিল। ওই মাহফিলে গিয়ে ঝাল-মুড়ি বিক্রেতা সেলিম মিয়ার কাছ থেকে শ্যালক দুলাল বাকিতে মুড়ি খান। এরপর আবারো বাকিতে মুড়ি আনতে গেলে ঝালমুড়ি বিক্রেতা সেলিমের সাথে দুলালের বাকবিতণ্ডা হয়। এসময় দুলাল ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে সেলিমের মাথায় আঘাত করতে যান। কিন্ত তাই এই লাঠির আঘাত লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে দাঁড়ানো দুলালের দুলাভাই দেলোয়ারের মাথায় আঘাত লাগে। এতে দেলোয়ার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কথা বলা হয়। কিন্তু ঢামেক হাসপাতালে নেয়ার পথে দেলোয়ারের মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের ভাই নূরুল ইসলাম হত্যা মামলা দায়ের করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।