দুদকের মামলায় তালতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান মিন্টু জেলহাজতে
- বরগুনা সংবাদদাতা
- ২০ আগস্ট ২০১৯, ১৬:০৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন নামঞ্জুর করে বরগুনার তালতলী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মিন্টুকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান মিন্টুর জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মিন্টু বরগুনার তালতলী উপজেলার সাবেক চেয়ারম্যান ও তালতলী উপজেলা যুবলীগের সভাপতি।
পাউবোর জমি দখল করে করাতকল করার অভিযোগে ২০১৮ সালে মিন্টুর বিরুদ্ধে দুদকে মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে দুদক ও তদন্ত কর্মকর্তা চার্জশীট দেন। মামলায় মিন্টু উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তিনি বরগুনা দায়রা ও জেলা জজ আদালতে হাজির হয়ে মঙ্গলবার জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা