২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

পুলিশের উপর হামলা করে আ’লীগ নেতাকে ছিনতাই

পুলিশের উপর হামলা করে আ’লীগ নেতাকে ছিনতাই - ছবি : সংগৃহীত

পিরোজপুরের ইন্দুরকানীতে নাশকতা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা হেলাল খানকে গ্রেফতার করে পুলিশ। এর পর পুলিশের উপর হামলা চালিয়েছে তার সমর্থক ও স্বজনরা। একপর্যায়ে তারা আটক আসামিকে ছাড়িয়ে নেয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাউথখালী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ৫ আগস্টের পর ঘোষেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ করে বিএনপির মিছিলে হামলার ঘটনার আসমি করা হয় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল খানকে। পরে আজ সোমবার দুপুরে একটি জিয়াফত অনুষ্ঠানে হেলাল আসার খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ এসে তাকে আটক করে। আটকের পর থানায় নিতে চাইলে স্থানীয় হেলাল খানের সহযোগী আওয়ামী সমর্থক ও তার স্বজনেরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সাথে হাতাহাতির ঘটনায় এসআই আলমগীরসহ দু’জন পুলিশ আহত হন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ হোসেন জানান, ‘আওয়ামী লীগ নেতা হেলাল খান নাশকতা মামলার নিয়মিত আসামি। পুলিশ খবর পেয়ে তাকে আটক করলে স্থানীয়রা পুলিশের উপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। পরে ওই স্থান থেকে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দু’জনকে আটক করা হয়। পুলিশের উপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’


আরো সংবাদ



premium cement