২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় যুবলীগ নেতা আটক

প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় যুবলীগ নেতা আটক - ছবি : নয়া দিগন্ত

বরিশালের গৌরনদীতে বউয়ের বড় বোনের সাথে আপত্তিকর অবস্থায় সানাউল প্যাদা (৪০) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের দু’জনকে পুলিশে সোপর্দ করা হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গৌরনদী বন্দরের পাশে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক যুবলীগ নেতা সানাউল প্যাদা উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের বাসিন্দা।

জুয়েল বেপারী নামে ওই প্রবাসী অভিযোগ করে বলেন, স্ত্রীর পরকীয়ার বিষয় জেনে আমি বিদেশ থেকে দেশে চলে আসি। তারপর থেকেই নাসরিনের (স্ত্রী) সাথে দাম্পত্য কলহ চলছিল। কলহের জেরে সে ছোট মেয়েকে নিয়ে গৌরনদী বন্দরের পাশে নিজস্ব বাড়িতে থাকে। পরে রোববার রাতে আমার স্ত্রী তার ছোট বোনের স্বামী গ্রামের যুবলীগ নেতা সানাউল প্যাদাকে নিয়ে গৌরনদী বন্দরের পাশের ওই বাসায় ঢুকে অসামাজিক কাজে লিপ্ত হয়। এ সময় আমি বাইরে থেকে রুমে তালা দিয়ে দেই। পরে স্থানীয়দের সহায়তায় রাত ১টার দিকে তাদের পুলিশে দেয়া হয়।

এদিকে দাম্পত্য কলহের জেরে এর আগে নাসরিন আমার বিরুদ্ধে যৌতুকের মামলাও করেছিল বলে জানান জুলেল।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইউনুস মিয়া বলেন, ‘অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় এক নারীসহ যুবলীগ নেতা সানাউল প্যাদাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার থানায় করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement