২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

উজিরপুরে সাংবাদিককে আসামি করে বিস্ফোরক মামলা দায়ের

উজিরপুরে সাংবাদিককে আসামি করে বিস্ফোরক মামলা দায়ের - প্রতীকী ছবি

বরিশালের উজিরপুর উপজেলায় ছয় দিন আগে একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় হাত ও পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় এক সাংবাদিককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

গত শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে উজিরপুর মডেল থানায় উপজেলার বামরাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার এ মামলা করেন।

এর আগে, গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম পাশে ধামসর গ্রামের একটি বাগান থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তিনটি হাত বোমা ও দু’টি পেট্রোল বোমা উদ্ধার করেন।

মামলায় নামধারী ৭৫ ও অজ্ঞাতনামা আরো ৬০ জনকে আসামি করা হয়েছে বলে উজিরপুর মডেল থানার ইনচার্জের দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) তৌহিদুল করিম জানান।

মামলায় ১৮ নম্বর আসামি করা হয়েছে উজিরপুর উপজেলা দেশ রুপান্তরের প্রতিনিধি শাকিল মাহমুদ বাচ্চুকে।

শাকিল মাহমুদ বলেন, ‘দুই যুগ ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত আছি। কখনো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হইনি। আমাকে হয়রানি করতে মামলায় আসামি করা হয়েছে।’

থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুল করিম বলেন, গত শনিবার রাতে একটি অভিযোগ দিয়েছে। মামলায় যিনি বাদি, আসামির বিষয়টি তিনি ভালো বলতে পারবেন।

মামলায় ৫২ নম্বর আসামি করা হয়েছে জাফরুল নাদিম নামে ছাত্রদলের এক সাবেক নেতাকে।

এছাড়া আসামি হিসেবে আছেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য হাবিবুর রহমানের ছেলে মিলন ফকির, দিনমজুর ও বিএনপিকর্মী সেলিম খান, পান ব্যবসায়ী আনোয়ার মল্লিক।


আরো সংবাদ



premium cement
লালপুরে শিমক্ষেত থেকে বৃদ্ধের লাশ সর্বস্তরে দুর্নীতি, বিবেককে কাজে লাগিয়ে মুক্ত হতে হবে : দুর্নীতি দমন কমিশনার নিউজিল্যান্ডের বিপক্ষে মধ্যমানের সংগ্রহ বাংলাদেশের কালিহাতীতে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় সরকারকে আরো উন্নত-শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা নোয়াখালীতে দাফনের ১১ বছর পর জামায়াত-শিবিরের তিন কর্মীর লাশ উত্তোলন এবার অধিকৃত পশ্চিমতীরে ট্যাংক পাঠাল ইসরাইল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্বীকার করলেন আইন উপদেষ্টা পদত্যাগে প্রস্তুত আছি : জেলেনস্কি মেধাবীরা ঝরে যেতে থাকলে অযোগ্যরা সমাজ শাসন করতে থাকে : হাসনাত আব্দুল্লাহ মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ ও অপতথ্য সম্পর্কে আইএসপিআরের প্রতিবাদ

সকল