২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

গলাচিপায় পাটখড়ি গুদামে আগুন

গলাচিপায় পাটখড়ি গুদামে আগুন লেগে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি। - ছবি : নয়া দিগন্ত

গলাচিপায় কুদ্দুস নামের এক ব্যবসায়ীর পাটখড়ির একটি গুদামঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে গলাচিপা-দশমিনা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধরণা করা হচ্ছে এ ঘটনায় ওই ব্যবসায়ীর প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটখালী গ্রামের তেতুলতলা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা গেছে, আটখালী গ্রামের পাটখড়ি ব্যবসায়ী কুদ্দুস হাং (৪৫) দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শনিবার সকাল সাড়ে ৮টায় প্রতিবেশী সুরাইয়া বেগম পাটখরির গুদাম ঘরে আগুন দেখতে পান। স্থানীয়দের ডাক-চিৎকারে কুদ্দুস হাং পরিবারের লোকজনের ঘুম ভাঙে।

সাব স্টেশন অফিসার কামরুল ইসলাম জানান, সাথে সাথে খবর পেয়েই আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেয়। তাদের ধারণা বিদ্যুৎতের লাইন থেকে আগুন লাগতে পারে।

কুদ্দুস হাং জানান, তার গুদাম ঘরে অর্ধ কোটি টাকার পাটখড়ি ছিল। অধিকাংশ পাটখড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কী পরিমান ক্ষতি হয়েছে এ মুহূর্তে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস, গ্রামপুলিশ ও স্থানীয়রা কাজ করছে।


আরো সংবাদ



premium cement