তজুমদ্দিনে গণধোলাইতে ২ গরু চোর নিহত
- তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২
ভোলার তজুমদ্দিনে গণধোলাইতে দুই গরু চোর নিহত হয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিণ চাপড়ী এলাকায় আব্দুল খালেকের গোয়াল ঘরে এ ঘটনা ঘটে।
মৃত দুই চোর হলেন, তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের মো: নুরুল হকের ছেলে নয়ন (৩০) এবং বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের খাসমহল এলাকার সফিজল ইসলামের ছেলে আমির হোসেন (২৮)।
সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিণ চাপড়ী এলাকার আব্দুল খালেকের গোয়াল ঘরে ডুকে গরু নিয়ে যাওয়ার সময় মালিক টের পেয়ে চিৎকার দিলে এলকাবাসী ধাওয়া দিলে চোররা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সোনাপুর ৭ নম্বর ওয়ার্ডের ভূইয়া বাড়ির দরজা জামে মসজিদের মাঠে চোরদের ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। পরে ভোর ৪টায় খবর পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় দুই চোরকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তাদের উভয়কে মৃত ঘোষণা করেন।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্যাহ আল মামুন বলেন, গরু চুরির ঘটনায় সোনাপুরে দুই চোরকে গণধোলাইয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পুলিশ অজ্ঞান অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরে ডাক্তার তাদের উভয়কে মৃত ঘোষনা করলে লাশ উদ্ধার করে ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রকৃয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা